spot_img
31 C
Kolkata
Friday, May 9, 2025
spot_img

জম্মুর আকাশে যুদ্ধ! পাকিস্তানের এফ-১৬ গুঁড়িয়ে দিল ভারতীয় ক্ষেপণাস্ত্র !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :নিজস্ব সংবাদদাতা:

‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা হামলায় উত্তাল উপমহাদেশের আকাশসীমা। বৃহস্পতিবার ভোরে পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভারতীয় প্রতিরক্ষা বাহিনী গুলি করে নামিয়েছে। জম্মুর দিকে হামলার চেষ্টা করতেই মাঝ আকাশেই ধ্বংস হয়ে যায় ওই যুদ্ধবিমান।

এই ঘটনা ভারতীয় বায়ু-সেনার প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতার নিখুঁত প্রমাণ বলে দাবি প্রতিরক্ষা সূত্রের।

পাকিস্তান একযোগে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় জম্মু, আরএস পুরা, সাম্বা, আর্নিয়া ও জম্মু সিভিল বিমানবন্দরের দিকে। তবে ভারতীয় বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম শক্তি S-400 সিস্টেম সব কটি ক্ষেপণাস্ত্রই মাঝ আকাশে ধ্বংস করে দেয়। বড়সড় প্রাণহানির সম্ভাবনা রুখে দিতে সক্ষম হয় ভারতীয় বাহিনী।

শুধু এফ-১৬-ই নয়। প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানের দুটি JF-17 যুদ্ধবিমানও ভারতীয় পাল্টা আক্রমণে ধ্বংস হয়েছে। ওই বিমানগুলি ভারতের সীমান্ত এলাকায় হামলার উদ্দেশ্যেই আকাশে উঠেছিল বলে জানা যাচ্ছে।

এর মধ্যেই জম্মু বিমানবন্দর লক্ষ্য করে চালানো হয় এক সোয়ার্ম ড্রোন অ্যাটাক। তবে সেটিও সাফল্যের সঙ্গে নিষ্ক্রিয় করে ভারতীয় সেনাবাহিনী। এমনকি রাজস্থানের জয়সলমেরেও একই ধরনের ড্রোন আক্রমণ ব্যর্থ হয়েছে।

জম্মুর প্রশাসনিক আধিকারিকদের দাবি—“সতর্কতা হিসেবে বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।” জম্মু শহর ও আশপাশে এখন কার্যত ব্ল্যাকআউট চলছে, যাতে কোনও শত্রু ড্রোন বা ক্ষেপণাস্ত্র লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হয়।

জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) ও সরকারের তরফে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে—ঘর থেকে বাইরে না বেরোতে এবং প্রশাসনের নির্দেশ মেনে চলতে।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সীমান্তে নজরদারি চালাচ্ছে যুদ্ধবিমান, আকাশে সক্রিয় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, আর স্থলসীমান্তে BSF ও সেনাবাহিনী পূর্ণ প্রস্তুতিতে। পাকিস্তানের পক্ষ থেকে আর কোনও উসকানিমূলক পদক্ষেপ এলে, আরও কড়া জবাব দিতে তৈরি ভারত।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks