কলকাতা টাইমস নিউজ ডেস্ক : নিজস্ব প্রতিবেদন :
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে এ বছর আন্তর্জাতিক পরিসরে চোখে পড়ার মতো ছাপ ফেলেছে ভারত। ‘Lights, Beauty, and Action’—এই বছরের থিম যেন ভারতীয় চলচ্চিত্র ও ফ্যাশনের উজ্জ্বল প্রতিনিধিত্বেই প্রাণ পেয়েছে। বলিউড তারকা থেকে শুরু করে স্বাধীন পরিচালক, ফ্যাশন আইকন থেকে সাংস্কৃতিক কূটনীতিক—কান-এর রেড কার্পেট রঙিন হয়েছে ভারতীয় উপস্থিতিতে।
সিনেমা জগতের জন্য অন্যতম গর্বের মুহূর্ত—পরিচালক পায়াল কপাডিয়ার জুরি বোর্ডে অন্তর্ভুক্তি। গত বছরই কানের মর্যাদাপূর্ণ গ্রাঁ প্রি জিতে নজির গড়েছিলেন তিনি তাঁর All We Imagine As Light ছবির জন্য। মালয়ালম ও হিন্দি ভাষায় নির্মিত এই ছবিই ৩০ বছর পর প্রথম ভারতীয় ছবি হিসেবে কানের মূল প্রতিযোগিতায় জায়গা পেয়েছিল।
এবারের কানে ভারত থেকে যাঁরা নজর কেড়েছেন, তাঁদের তালিকা দীর্ঘ।
রেড কার্পেট মাতিয়েছেন—
-
ঐশ্বর্যা রাই বচ্চন
-
আলিয়া ভাট
-
করণ জোহর
-
জাহ্নবী কাপুর
-
ইশান খট্টর
-
শর্মিলা ঠাকুর
-
অনুপম খের
-
সিমি গারেওয়াল
-
উর্বশী রাউটেলা
-
জ্যাকলিন ফার্নান্ডেজ
-
বিশাল জেঠওয়া
-
শিশু অভিনেত্রী নিতাংশি গোয়েল
-
শিল্পপত্নী ও সংগ্রাহক শালিনী পাস্সি
এঁদের উপস্থিতি শুধু ভারতীয় সিনেমা নয়, ভারতীয় পোশাক ও সাজসজ্জার ঐতিহ্যকেও তুলে ধরেছে আন্তর্জাতিক মঞ্চে।
কান উৎসবে উদ্বোধন হয়েছে ভারতীয় প্যাভিলিয়নের, যা এই উৎসবে ভারতের সৃজনশীল শক্তিকে আন্তর্জাতিক শিল্পী ও নির্মাতাদের সামনে উপস্থাপন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন—
-
পরিচালক শেখর কাপুর
-
অভিনেতা অনুপম খের
-
ফ্রান্স সরকারের বিশেষ প্রতিনিধি অ্যান-লুইস মেসাদিউ
উদ্বোধনে শেখর কাপুর বলেন—
“গল্প বলা শুধু গল্প বলা নয়, বরং শেখানো—দুনিয়া কীভাবে সেই গল্প শোনে। তাই চলচ্চিত্র উৎসব আমাদের দরকার—কারণ এখানে আমরা গল্পের ভেতর দিয়ে একে অপরকে জানি।”
এ বছর কানে ভারতের উপস্থিতি ছিল বহুমাত্রিক—চলচ্চিত্র, ফ্যাশন, কূটনীতি ও সংস্কৃতির মিশেল। ভারতীয় প্রযোজকরা যেমন আন্তর্জাতিক সহযোগিতার জন্য আগ্রহ প্রকাশ করছেন, তেমনি ইউরোপীয় চলচ্চিত্র সংস্থারাও ভারতের বাজার ও প্রতিভার দিকে নতুন করে নজর দিচ্ছে।
কান উৎসবের লাল গালিচায় ভারতের জয়রথ শুধু গ্ল্যামারে সীমাবদ্ধ নয়—এটা একটি নরম শক্তির প্রকাশ, যেখানে গল্প, রূপ, আত্মবিশ্বাস আর সংস্কৃতি বিশ্বকে জানিয়ে দিচ্ছে—“ভারত এসেছে, এবং এবার বলবে নিজের গল্প।”