spot_img
28.8 C
Kolkata
Monday, June 16, 2025
spot_img

“আপনাদের সাপোর্ট চাই”— শিলিগুড়ির বিজ়নেস মিটে শিল্পোদ্যোগীদের আহ্বান মুখ্যমন্ত্রীর

কলকাতা টাইমস নিউজ ডেস্ক : নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি :

উত্তরবঙ্গের শিল্পোন্নয়নকে আরও গতিশীল করতে এবার শিল্পোদ্যোগীদের সরাসরি পাশে থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে রাজ্য ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের উদ্যোগে আয়োজিত ‘বিজ়নেস মিট’-এ মুখ্যমন্ত্রী প্রায় আড়াই ঘণ্টা ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় করেন।

এই আলোচনায় শিল্পোদ্যোগীরা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন, যেমন জমির ঘাটতি, বাজারজাতকরণের পরিকাঠামো, করের বোঝা ইত্যাদি। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ মন্তব্য করেন, “সকলেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন। কিন্তু প্রয়োজনের সময় পাশে না থাকলে চলবে না।” এই মন্তব্যে সায় দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “উনি ঠিকই বলেছেন। আমি আপনাদের সাপোর্ট চাই।”

মুখ্যমন্ত্রী জানান, শিলিগুড়িকে ঘিরে উত্তরবঙ্গে ক্ষুদ্র শিল্পের প্রসারে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি কোর গ্রুপ তৈরি করা হবে। সেইসঙ্গে তিনি শিল্পোদ্যোগীদের জানান, “উত্তরবঙ্গের জন্য অনেক কাজ হয়েছে, আরও হবে। কিন্তু আপনাদেরও পাশে থাকতে হবে।”

  • আলিপুরদুয়াররের  এক হোটেল মালিক বক্সা ফোর্টে যাওয়ার পথে পর্যটকদের জন্য ঘোড়ায় চড়ার পরিকাঠামোর দাবি জানান।

  • মালদার ব্যবসায়ী সৌরভ টিব্রেওয়াল বলেন, শিল্পতালুকে বিল্ডিং প্ল্যান পাশের নিয়ম সরল করা হোক।

  • কালিম্পংয়ের সঞ্জয় আগরওয়ালের অনুরোধ, সরকার যেন একটি মার্কেটিং চেন গড়ে তোলে।

  • উত্তর দিনাজপুররের  শিল্পোদ্যোগী শঙ্কর কুণ্ডু অভিযোগ করেন, জিএসটি ও টোল ট্যাক্সের চাপে ছোট ব্যবসায়ীরা কোণঠাসা হয়ে পড়ছেন। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন মুখ্যসচিবকে।

  • মাটিগাড়ায় টেকনো গ্রুপএর  উদ্যোগে একটি আবাসিক স্কুল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

  • শিলিগুড়িতে ওয়েবেলের ডেটা ব্যাঙ্ক এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে চারটি শিল্পতালুকের উদ্বোধনও করেন।

  • বাগডোগরায় দশ একর জমিতে একটি কনভেনশন সেন্টার গড়ার কথাও ঘোষণা করেন।

  • জল্পেশ মন্দির স্কাইওয়াক ঘিরে ভিডিও দেখে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী—“সবাই সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, বয়স্কদের জন্য কী ব্যবস্থা?”—জানতে চান তিনি।

এই অনুষ্ঠানে রাজ্যের তিন বিশিষ্ট শিল্পপতি—হর্ষ নেওটিয়া, সত্যম রায়চৌধুরী এবং রুদ্র চট্টোপাধ্যায়—উপস্থিত ছিলেন। নেওটিয়া জানান, আগামী পাঁচ বছরে বাংলায় ১৫ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ করবে তাঁদের গ্রুপ।

উত্তরবঙ্গ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান সঞ্জয় টিব্রেওয়াল বলেন, “২০১১ সালের আগে উত্তরবঙ্গে এমন শিল্পবান্ধব পরিবেশ ছিল না। বনধের সংস্কৃতি বিনিয়োগে ভয় ঢুকিয়ে দিত। এখন সেই ভয় কেটে গেছে।”

অপরদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, শহরের আশপাশে দ্রুত নগরায়ণ হচ্ছে। পরিষেবা বাড়াতে পুরসভার আয়তন বাড়ানো দরকার। মুখ্যমন্ত্রী এই বিষয়ে লিখিত প্রস্তাব জমা দিতে বলেন।

এছাড়া মহানন্দা অভয়ারণ্যের পাশে নির্মাণের বিধিনিষেধ ঘিরে যে প্রশাসনিক জট তৈরি হয়েছে, তা দ্রুত কাটানোর নির্দেশও দেন তিনি।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks