কলকাতা টাইমস নিউজ ডেস্ক : নিজস্ব সংবাদদাতা :
কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতীয় সেনার পাল্টা অভিযানের সাফল্যকে সামনে রেখে এক নতুন আবেগময় প্রচার অভিযান শুরু করেছে বিজেপি। শুধু মিছিল নয়, এবার গান, নাটক, পোস্টার—সব মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হচ্ছে ‘অপারেশন সিঁদুর’-এর বার্তা। লক্ষ্য একটাই—দেশজুড়ে দেশাত্মবোধের আবহ জাগিয়ে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘জিরো টলারেন্স’ নীতির সুনামকে আরও মজবুত করা।
গত ৬ মে মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাক-অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের অন্তত ন’টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনাবাহিনী। সেই অভিযানে সরকারের কৌশলগত সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়ে এবার একটি নতুন দেশাত্মবোধক গান প্রকাশ করেছে বিজেপি। গানটির কণ্ঠে রয়েছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি।
গানটির শুরুতেই উঠে আসে এক দৃঢ় বার্তা— “৩০ লক্ষ ভারতীয় সেনার পেছনে রয়েছে ১৫০ কোটি ভারতবাসী। কাহিনি সবে শুরু…”
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই গানটির ভিডিয়ো অ্যালবাম ভাইরাল। বিজেপির কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী, দেশের প্রতিটি তেরঙ্গা যাত্রায় এই গান বাজানো হবে। পাশাপাশি, বিশাল স্ক্রিনে ভিডিয়ো দেখানোর ব্যবস্থাও থাকবে বড় সভা-মিছিলে।
অপারেশন সিঁদুরকে স্মরণীয় করে রাখতে পশ্চিমবঙ্গেও নামছে বিজেপি। প্রতিটি ব্লকে পথনাটিকার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে মূল ফোকাস হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদী সরকারের কঠোর অবস্থান এবং সেনাবাহিনীর সাহসিকতা।
এক যুব বিজেপি নেতার ভাষায়, “বিধানসভা ভোট এক বছর দূরে। এখন থেকেই মানুষের মনে মোদীর অবস্থানকে তুলে ধরা গুরুত্বপূর্ণ। নাটক-গানের আবেদন সরাসরি মানুষের মনে গেঁথে যায়।”
বিজেপির এক কেন্দ্রীয় নেতার মতে, “একটা মিছিল মানুষ ভুলে যেতে পারে। কিন্তু সুরে বাঁধা গান মানুষের মনে রয়ে যায় দীর্ঘদিন। তাই অপারেশন সিঁদুরকে ঘিরে সুর, ছবি ও নাট্যকলায় নতুন আঙ্গিকে প্রচার চালানো হচ্ছে।”
এই সাংস্কৃতিক প্রচারে রাজনৈতিক উদ্দেশ্য নেই, তা বলা কঠিন। সেনার সাফল্যকে জাতীয়তাবাদের চাদরে মুড়ে, এক বছরের মাথায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সংগঠিত প্রচারে নেমেছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
তবে বিজেপির যুক্তি পরিষ্কার—সন্ত্রাসের বিরুদ্ধে সেনা যখন দেশরক্ষায় প্রাণ দেয়, তখন তাদের পাশে থাকা মানেই দেশপ্রেম। আর সেই বার্তা ছড়িয়ে দিতে যদি গান ও নাটক লাগে, সেটাই হবে সেরা মাধ্যম।