কলকাতা টাইমস নিউজ ডেস্ক : নিজস্ব সংবাদদাতা :
টোকিও সফরে গিয়েছে ভারতের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। সেই প্রতিনিধিদলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সফরের শুরুতে টোকিওয় ভারতীয় দূতাবাসে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ প্রতিনিধি দলকে এক গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে অংশ নেন।
এই বৈঠকে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত ও কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা, বিশেষ করে সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং বাণিজ্যিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলি গুরুত্ব পায় বলে জানা গেছে।
রাষ্ট্রদূতের তরফে জাপান–ভারত সম্পর্ককে আরও সুদৃঢ় করতে নানা স্তরে যোগাযোগ রক্ষা ও দ্বিপাক্ষিক উদ্যোগ প্রসারে কীভাবে সাংসদরা ভূমিকা নিতে পারেন, সেই বিষয়ে দিকনির্দেশও দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ভারত ক্রমেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘যুক্ত ফ্রন্ট’ গঠনের দিকে এগোচ্ছে। আর সেই প্রেক্ষাপটেই এই সফরের তাৎপর্য অনেকখানি।
ভারতের তরফে বার্তা স্পষ্ট—সন্ত্রাসবাদ এখন আর কোনও একটি দেশের সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত মিত্রদের পাশে দাঁড়ানো ও অভিন্ন অবস্থান তৈরি করাই এই সফরের মূল উদ্দেশ্য।
এই সফর চলাকালীন জাপানের একাধিক সরকারি ও পার্লামেন্টারি প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে ভারতীয় প্রতিনিধিদের।