কলকাতা টাইমস নিউজ ডেস্ক : নিজস্ব সংবাদদাতা :
বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে উত্তপ্ত পরিস্থিতি গড়াল আদালত পর্যন্ত। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে।
আন্দোলনে অংশ নেওয়া দুই শিক্ষককে এদিনই সকালে হাজিরা দিতে বলা হয়েছে বিধাননগর থানায়। তবে, বিচারপতির স্পষ্ট নির্দেশ—পুলিশ কোনওভাবেই ওই দুই শিক্ষককে হেনস্থা বা গ্রেপ্তার করতে পারবে না।
গত সপ্তাহে বিকাশ ভবনের গেটের সামনে কয়েকটি শিক্ষক সংগঠনের সদস্যরা নিয়োগ সংক্রান্ত একাধিক দাবিতে বিক্ষোভে বসেন। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও অভিযোগ ওঠে। এর পরই পুলিশের তরফে কিছু আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
হাই কোর্ট বুধবার পুলিশের কাছে এই সংক্রান্ত কেস ডায়েরি তলব করেছে। কী কারণে ওই শিক্ষকদের ডাকা হচ্ছে, এবং তদন্তের অগ্রগতি কী—তা আদালতের কাছে স্পষ্ট করতে হবে বিধাননগর থানাকে।
🎓 আদালতের পর্যবেক্ষণ
বিচারপতির পর্যবেক্ষণ—“আইনের চোখে ন্যায়সঙ্গত আন্দোলন ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের মধ্যে পার্থক্য রাখতে হবে।” আদালতের মতে, বিক্ষোভ দমন নয়, বরং তদন্তে স্বচ্ছতা ও সংবেদনশীলতা বজায় রাখা জরুরি।
বিক্ষোভের প্রেক্ষাপট
-
দাবি: নিয়োগে স্বচ্ছতা ও মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ
-
স্থান: বিকাশ ভবন গেট, সল্টলেক
-
অভিযোগ: পুলিশি বাধা, গ্রেপ্তারি ও মামলার ভয় দেখানো
-
আন্দোলনের মুখ: দুই শিক্ষক, যাঁদের বৃহস্পতিবার থানায় হাজিরার নির্দেশ
বৃহস্পতিবার দুপুরের পর মামলার পরবর্তী শুনানি হতে পারে হাই কোর্টের একটি বিশেষ বেঞ্চে।