কলকাতা টাইমস নিউজ ডেস্ক : নিজস্ব সংবাদদাতা :
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বুধবার সকালেই ছড়াল প্রবল উত্তেজনা। আদালতের অফিসিয়াল ই-মেল আইডিতে পাঠানো এক সন্দেহজনক বার্তায় জানানো হয়, আদালত প্রাঙ্গণে বোমা রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে তীব্র চাঞ্চল্য ছড়ায় আইনজীবী ও কর্মীদের মধ্যে।
হুমকির খবর পাওয়া মাত্রই হাইকোর্ট চত্বর খালি করে ফেলা হয়। শুরু হয় তল্লাশি অভিযান।
চণ্ডীগড় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং গোটা এলাকা ঘিরে ফেলে। বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড ইতিমধ্যেই তদন্তে নেমেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি অজ্ঞাতপরিচয় ই-মেল থেকে পাঠানো হয় বোমা বিস্ফোরণের হুমকি। প্রাথমিকভাবে বিষয়টি সাইবার অপরাধের দৃষ্টিতে তদন্ত শুরু করেছে সাইবার সেল।
বিষয়টি নিয়ে আদালতের কর্মীরা সহ আইনজীবীদের মধ্যেও ব্যাপক আতঙ্ক ছড়ায়। তবে পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক মেলেনি। নিরাপত্তার স্বার্থে আদালতের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
প্রশাসনের বার্তা:
“এটি একটি গম্ভীর হুমকি। সমস্ত কোণ থেকে তদন্ত চলছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
— চণ্ডীগড় পুলিশের এক শীর্ষ আধিকারিক