spot_img
36.6 C
Kolkata
Saturday, June 14, 2025
spot_img

ইংল্যান্ড সফরের আগেই দুশ্চিন্তা ভারতীয় শিবিরে, বুমরাহ জানিয়ে দিলেন সীমা !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক : নিজস্ব প্রতিবেদন : 


নয়াদিল্লি:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা পাঁচ টেস্টে দাপটের পর চোট, তারপর অনুপস্থিতি—এবং এবার সরাসরি ইংল্যান্ড সফরের আগে ভারতের পেস আক্রমণের প্রধান ভরসা জসপ্রীত বুমরাহ জানিয়ে দিলেন, তিনি তিনটির বেশি টেস্ট খেলতে পারবেন না।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন না। আইপিএলের শুরুটাও মিস করেছিলেন। মাঠে ফেরার পর ফের টানা ম্যাচ খেলে শরীর খারাপ সাড়া দিচ্ছে—এমন ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’–এর রিপোর্ট বলছে, বুমরাহ ইতিমধ্যেই বোর্ডকে অবহিত করেছেন যে পাঁচ ম্যাচের সিরিজে তিনি পূর্ণ সময় খেলতে পারবেন না।

বোর্ডের অভ্যন্তরীণ সূত্র বলছে, এই সিদ্ধান্ত মূলত বুমরাহর চোট-পরবর্তী ফিজিক্যাল ম্যানেজমেন্টের অংশ। ভারতীয় ফিজিও এবং মেডিক্যাল টিম ইতিমধ্যেই তাঁর বোলিং লোড ও শরীরের উপর প্রভাব পর্যবেক্ষণ করছে।

বুমরাহর অনুপস্থিতি মানেই ভারতের বোলিং ইউনিটের ভারসাম্যে বড় ধাক্কা। বিশেষ করে বিদেশের মাটিতে, যেখানে নতুন বলে বুমরাহর সুইং এবং ডেথ ওভারে তাঁর নিখুঁত ইয়র্কার ম্যাচের রঙ বদলে দিতে পারে।

সাবেক ভারতীয় পেসার আশিষ নেহরা বলেন, “বুমরাহর মতো বোলারের জায়গা কেউ সহজে পূরণ করতে পারে না। চোট থেকে ফিরে আসা মানেই ধীরে ধীরে খেলার ছন্দে ফেরা। কিন্তু পাঁচ টেস্টের মতো লম্বা সিরিজে বুমরাহর সীমিত অংশগ্রহণ কোহলিদের পরিকল্পনায় প্রভাব ফেলবে।”

প্রশ্ন উঠছে, তাহলে কি সিরিজে রোটেশন-নীতি ব্যবহার করে পেসারদের ঘোরানো হবে? উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণরা কি বাড়তি দায়িত্বে আসবেন?

বিসিসিআই এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বোর্ডের এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বুমরাহর ফিটনেস আমাদের কাছে অগ্রাধিকার। আমরা চাই, ও ধীরে ধীরে ম্যাচ ফিট হয়ে উঠুক এবং ওর ওপর অতিরিক্ত চাপ না পড়ে।”

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে হলে ইংল্যান্ডের মাটিতে সাফল্য অত্যন্ত জরুরি। আর সেই যুদ্ধে, ভারতের সবচেয়ে ভয়ংকর অস্ত্র যদি পুরো সিরিজে না থাকে—তাহলে কৌশল নতুন করে সাজাতে হবে টিম ম্যানেজমেন্টকে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks