কলকাতা টাইমস নিউজ ডেস্ক : নিজস্ব সংবাদদাতা :
মুম্বই/আহমেদাবাদ: মহারাষ্ট্র এবং গুজরাটে নতুন করে একাধিক করোনা আক্রান্ত রোগীর হদিশ মিলেছে। যদিও এই সংক্রমণ সংখ্যায় সীমিত এবং আক্রান্তদের মধ্যে কারও শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট রাজ্যগুলির স্বাস্থ্য আধিকারিকরা।
মহারাষ্ট্রের পুনে, মুম্বই এবং গুজরাটের সুরাট ও আমেদাবাদে ছড়িয়ে থাকা এই কয়েকটি নতুন সংক্রমণের ঘটনায় উদ্বেগের কিছু নেই বলেই দাবি চিকিৎসকদের। তাঁদের বক্তব্য, “এই মুহূর্তে সংক্রমণ একেবারেই হালকা স্তরে রয়েছে, এবং অধিকাংশ রোগী উপসর্গহীন বা সামান্য জ্বর-সর্দিতে আক্রান্ত। সকলকেই বাড়িতে থেকেই চিকিৎসা দেওয়া হচ্ছে।”
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই সংক্রমণগুলি মূলত RT-PCR টেস্টের মাধ্যমে ধরা পড়েছে। এখনও পর্যন্ত কোনও ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’-এর সন্ধান মেলেনি।
বিশেষজ্ঞদের মতে, ঋতু পরিবর্তনের সময় কিছুটা ভাইরাল সংক্রমণ দেখা দেওয়াটা অস্বাভাবিক নয়। তবু করোনা সংক্রান্ত অতীত অভিজ্ঞতার নিরিখে স্বাস্থ্য বিভাগ কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে।
“সামান্য সংক্রমণ দেখা দিলেও এই মুহূর্তে তা নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণকে শুধুমাত্র সতর্ক থাকতে বলছি, আতঙ্কিত হওয়ার দরকার নেই।”
— ডঃ অনিতা দেশপান্ডে, মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তর
এনসিডিসি এবং আইসিএমআরের পরামর্শ অনুযায়ী, স্থানীয়ভাবে টেস্টিং, ট্র্যাকিং এবং বাড়তি নজরদারি চালানো হচ্ছে। তবে গণ-আতঙ্কের কোনও কারণ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা।