কলকাতা টাইমস নিউজ ডেস্ক : নিজস্ব সংবাদদাতা :
কলকাতা: রাজ্যজুড়ে ফের আবহাওয়ার ভোলবদল। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনের মাঝে ফের বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়ের প্রকোপ তুলনামূলক বেশি হতে পারে। পাশাপাশি বাঁকুড়াসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার পর্যন্ত বজায় থাকবে সতর্কতা।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে সারাদিনই চলতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে স্বস্তির বৃষ্টির মাঝেও ভ্যাপসা গরম ও অস্বস্তি কিন্তু পিছু ছাড়বে না—এমনটাই আভাস।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর সংলগ্ন নিম্নচাপ এবং পুবালি হাওয়ার সংমিশ্রণেই এই ধরনের আবহাওয়া তৈরি হয়েছে। চাষিরা ও উপকূলবর্তী এলাকাবাসীদের জন্য এই ঝড়ো পরিস্থিতি ঝুঁকির হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাঠকের উদ্দেশে সতর্কতা :
🔶 বাড়ির বাইরে বেরোনোর সময় সাবধানে চলাফেরা করুন।
🔶 যাঁরা বাঁশের বা অস্থায়ী ঘরে থাকেন, তাঁদের বিশেষ সতর্ক থাকতে বলা হচ্ছে।
🔶 চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে, মাঠে না গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে।