spot_img
28.8 C
Kolkata
Monday, June 16, 2025
spot_img

রাশিয়ায় যেতে পারেন এনএসএ অজিত ডোভাল, আলোচনায় থাকতে পারে বাকি থাকা S-400 সরবরাহ !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :  নিজস্ব সংবাদদাতা : 

নয়াদিল্লি: ভারত-রাশিয়া প্রতিরক্ষা সম্পর্কের নিরিখে আগামী সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল রাশিয়ার উদ্দেশে রওনা দিতে পারেন। আলোচনার কেন্দ্রে রয়েছে অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বাকি থাকা দুটি ইউনিটের সরবরাহ।

ভারতের রাশিয়ার কাছ থেকে পাঁচটি S-400 ইউনিট কেনার চুক্তি হয়েছিল কয়েক বছর আগেই। এর মধ্যে তিনটির ডেলিভারি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তাতে চুক্তির বাকি অংশ কীভাবে ও কবে পূরণ হবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়।

এ পরিস্থিতিতেই ডোভালের সম্ভাব্য রাশিয়া সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সফরের আলোচ্যসূচিতে S-400 ছাড়াও রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, এবং ভবিষ্যতের প্রতিরক্ষা যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভারত বর্তমানে বহু উৎস থেকে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের নীতিতে চললেও, রাশিয়া এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। তাই S-400 এর মতো বড় প্রকল্পে বিলম্ব হলে, তা শুধু প্রতিরক্ষা নয়, কূটনীতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে।

এই সফর, যদি বাস্তবায়িত হয়, তা রাশিয়া-ভারত সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশ ঠিক করতে পারে বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks