spot_img
36.6 C
Kolkata
Saturday, June 14, 2025
spot_img

কোচির কাছে সমুদ্রে জাহাজ বিপর্যয়: তেল ছড়ানোর আশঙ্কা, বাসিন্দাদের জন্য জারি সতর্কতা

কলকাতা টাইমস নিউজ ডেস্ক : নিজস্ব সংবাদদাতা : কোচি :


‘সমুদ্র থেকে কিছু ভেসে এলে ছোঁবেন না’—কেরালাবাসীকে হুঁশিয়ারি KSDMA-র

আরব সাগরের বুক চিরে এগোচ্ছিল জাহাজ। নাম—MSC ELSA 3। লাইবেরিয়ার পতাকা তোলা এই মালবাহী জাহাজটির গন্তব্য ছিল কেরালার কোচি বন্দর। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় বিপর্যয়। ভিঝিনজাম বন্দর থেকে কোচি যাওয়ার পথে ৩৮ নটিক্যাল মাইল দূরে কাত হয়ে যায় জাহাজটি।

এই দুর্ঘটনার পর সমুদ্রে পড়ে গিয়েছে একাধিক কন্টেনার—কোনোটিতে রয়েছে মেরিন গ্যাস অয়েল, কোনোটিতে ভেরি লো সালফার ফুয়েল অয়েল। পরিবেশবিদরা বলছেন, এই ধরনের তেল সমুদ্রে ছড়িয়ে পড়লে উপকূলবর্তী জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (KSDMA)-এর তরফে শনিবার সকালে জারি করা হয় জনসচেতনতামূলক সতর্কতা।
নির্দেশিকায় বলা হয়েছে:

  • সমুদ্রসৈকতের ধারে বা জলে যদি কিছু ভেসে আসে, তা স্পর্শ করবেন না

  • কোনও পাত্র, কন্টেনার বা অপরিচিত বস্তু চোখে পড়লে তা থেকে দূরে থাকুন

  • অবিলম্বে পুলিশ বা প্রশাসনকে জানাতে হবে

এই সতর্কতা শুধু সৈকতের বাসিন্দাদের জন্যই নয়, পর্যটকদের জন্যও সমানভাবে প্রযোজ্য।

উদ্ধার হয়েছে ২১ জন, জাহাজ এখনো কাত

জাহাজটিতে মোট ২৪ জন কর্মী ছিলেন, উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, তাঁদের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা গেছে।
জাহাজটি বর্তমানে সমুদ্রে আংশিকভাবে জলে ডুবে রয়েছে, সেই অবস্থাতেই প্রবাহিত হচ্ছে তেল ও অন্যান্য রাসায়নিক।

উপকূল রক্ষী বাহিনী নজর রাখছে জাহাজটির গতিপথ ও তেল ছড়ানোর সম্ভাবনার উপর। মালিক সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব জাহাজ থেকে কন্টেনার সরিয়ে ফেলার জন্য।

সমুদ্র তেলের আস্তরণে ঢেকে গেলে কী হতে পারে?

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, তেলের আস্তরণ:

  • জলজ প্রাণীদের জন্য প্রাণঘাতী

  • সাগরের অক্সিজেন সঞ্চালনে বাধা সৃষ্টি করে

  • সৈকতের কাছাকাছি এলাকায় জলের রঙ, গন্ধ ও গুণমান নষ্ট করে

  • পর্যটন ও মৎস্যজীবীদের জীবিকাতেও প্রভাব ফেলতে পারে

এটি শুধু একটি জাহাজ দুর্ঘটনা নয়, এর প্রভাব পৌঁছতে পারে আপনার ঘরেও—বাতাস, জল, খাদ্য ও পরিবেশের মাধ্যমে। প্রশাসন নজর রাখছে ঠিকই, তবে সচেতন থাকা এখন নাগরিকদেরও দায়িত্ব। সমুদ্র কিছু ফিরিয়ে দিলে, তা ফিরিয়ে দিন প্রশাসনের হাতে—not in your own.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks