spot_img
28.8 C
Kolkata
Monday, June 16, 2025
spot_img

বন্দি গাড়ির ভিতর সাতটি নিথর শরীর: ঋণের ভারেই শেষ এক পরিবার !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :নিজস্ব সংবাদদাতা :পাঁচকুলা :

একটা গাড়ি। বাইরেটা নিশ্চুপ, ভিতরে নিঃশব্দ এক মৃত্যুর দীর্ঘশ্বাস। সোমবার রাতে হরিয়ানার পাঁচকুলায় একটি বন্ধ এসইউভি গাড়ি থেকে একসঙ্গে উদ্ধার হল দেরাদুনের এক পরিবারের সাত সদস্যের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঋণের জালে জর্জরিত হয়ে একসঙ্গে আত্মঘাতী হয়েছেন তাঁরা।

ঘটনাটি ঘটে পাঁচকুলার সেক্টর ২৭ এলাকার রাস্তায়। স্থানীয়দের চোখে পড়ে, একটি গাড়ি দীর্ঘ সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ভিতর থেকে তালাবন্ধ। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে সাতটি দেহ—একজন পুরুষ, তাঁর স্ত্রী, বাবা-মা এবং তিন শিশুসন্তান। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, মৃত ব্যক্তি প্রবীণ মিত্তাল (৪২), দেরাদুনের বাসিন্দা। পরিবার-সহ পাঁচকুলার বাগেশ্বর ধামে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। অনুষ্ঠান সেরে ফিরছিলেন বাড়ির পথে—কিন্তু পথে থেমে গেল জীবন।

গাড়ির ভিতর থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। সেখানে লেখা রয়েছে, ‘‘ঋণের বোঝা আর বইতে পারছি না… পরিবারকে এই অন্ধকার থেকে মুক্তি দিচ্ছি।’’

পুলিশ জানিয়েছে, প্রবীণ দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। একাধিক ঋণ, সুদে-আসলে বেড়ে ওঠা দায়—সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।

স্থানীয় পুলিশ আধিকারিক হিমাদ্রী কৌশিক বলেন, ‘‘সম্ভবত বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তাঁরা। সুইসাইড নোটে ঋণের কথাই বারবার উঠে এসেছে। তদন্ত চলছে। পরিবারের আর্থিক অবস্থা ও ব্যাঙ্কিং রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।’’

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, ‘‘এরকম শান্ত, ধর্মপরায়ণ পরিবার—ভাবতেই পারছি না এমন সিদ্ধান্ত নিতে পারেন।’’

কিন্তু প্রশ্ন উঠছে—এই সমাজে কেউ যদি বিপদের মুখে পড়েও সাহায্য না পান, তাহলে কি আত্মহত্যাই একমাত্র রাস্তা হয়ে ওঠে?

একটি ধর্মীয় সফর, একটি বন্ধ গাড়ি, একটি লেখা চিঠি—আর সাতটি নিথর শরীর। প্রবীণ মিত্তাল ও তাঁর পরিবারের মৃত্যুর ঘটনা শুধু একটি সংবাদ নয়, এটি আমাদের আর্থ-সামাজিক বাস্তবের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি। দায় কি শুধু ঋণের, নাকি এক অসংবেদনশীল ব্যবস্থারও?

তাই সর্বোপরি বলে রাখা যদি আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক চাপে ভুগছেন, তাহলে দয়া করে সাহায্যের জন্য নিম্নলিখিত হেল্পলাইনে যোগাযোগ করুন:

  • আসরা: ০২২ ২৭৫৪ ৬৬৬৯

  • স্নেহা ইন্ডিয়া ফাউন্ডেশন: +৯১৪৪২৪৬৪০০৫০

  • সঞ্জীবিনী: ০১১-২৪৩১১৯১৮

  • রোশনি ফাউন্ডেশন (সেকেন্দ্রাবাদ): ০৪০-৬৬২০২০০১, ০৪০-৬৬২০২০০০

  • ওয়ান লাইফ: ৭৮৯৩০ ৭৮৯৩০

  • সেবা: ০৯৪৪১৭৭৮২৯০

আপনার জীবন মূল্যবান। সাহায্য চাইতে কখনও দ্বিধা করবেন না।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks