কলকাতা টাইমস নিউজ :
দেবজিৎ গাঙ্গুলী : কলকাতা, ২৭ মে ২০২৫
বৃষ্টিতে ভিজছে শহর, আর জি ডি বিড়লা সভাঘরের ভিতর চলছে অন্যরকম প্রস্তুতি—যেখানে ইতিহাস, দর্শন আর নাট্যমঞ্চ একত্র হচ্ছে এক নতুন রূপে। কৌশিক সেনের নির্দেশনায় ‘স্বপ্নসন্ধানী’ নামছে তাদের প্রথম ইংরেজি নাটক নিয়ে—‘মার্ক্স ইন কলকাতা’। আর সেই নাটকে একই মঞ্চে অভিনয় করতে চলেছেন জয়ন্ত কৃপালানি ও সৃজিত মুখোপাধ্যায়।
অভিনয়প্রেমীরা যেমন উত্তেজিত, তেমনই উত্তেজিত বাংলা থিয়েটারের মহল। কারণ এই নাটক শুধুই একটি মঞ্চ প্রযোজনা নয়, বরং এটি সময়কে প্রশ্ন করা এক দৃষ্টান্ত, যেখানে দর্শকদের সামনে দাঁড়াচ্ছেন মার্ক্স, মেফিস্টোফিলিস, আর তাঁদের ফেলে যাওয়া চিন্তাধারা।
‘স্বপ্নসন্ধানী’-র দীর্ঘ পথচলায় এই প্রথম ইংরেজি নাটক। পরিচালকের নিজের কথায়, “২০১৪ সাল থেকে থিয়েটার গ্রান্ট বন্ধ। রাজ্য বা কেন্দ্র কোনও পক্ষ থেকেই নাটকের প্রতি আগ্রহ নেই। তাই বেসরকারি উদ্যোগে, প্রাইভেট ফিনান্স এনে এই প্রযোজনা বড় দৃষ্টান্ত।”
‘মার্ক্স ইন কলকাতা’ প্রযোজনা করছে ‘সেন্টার স্টেজ ইউনাইটেড ভেঞ্চারস’ ও ‘সংস্কৃতি সাগর’। কৌশিক মনে করছেন, এটাই মার্ক্সের ফিরে আসার উপযুক্ত সময়।
“নিওলিবারাল ক্যাপিটালিজ়ম এখন শেষ মুহূর্তে। ফ্যাসিস্ট শাসনব্যবস্থার সঙ্গে এরা আপোষ করছে। এমন সময়ে মার্ক্সের চিন্তাভাবনা আবার দরকার,” জানান তিনি।
২০১৯-এর পর আবার মঞ্চে ফিরছেন বর্ষীয়ান অভিনেতা জয়ন্ত কৃপালানি। মার্ক্সের চরিত্রে অভিনয়ের প্রস্তাবে না করেননি এক মুহূর্তও। “প্রথমদিকে একটু অসুবিধে হচ্ছিল। অভ্যাসে ছেদ পড়েছিল। কিন্তু মঞ্চের ব্রেন-মাসলগুলো আবার জেগে উঠেছে,” বলেন জয়ন্ত।
মূল নাটকটি ওয়ান-ম্যান প্লে হলেও এখানে থাকছে বহু চরিত্র। জয়ন্তের মতে, “দীর্ঘক্ষণ একা অভিনয় করলে নাটক ঝুলে যেতে পারে। তাই এই রূপান্তর প্রশংসনীয়।”
অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়, দীর্ঘ ১৬ বছর পর ইংরেজি নাটকে ফিরছেন। চরিত্র—মেফিস্টোফিলিস। মঞ্চের প্রতি তাঁর ভালোবাসা পুরনো। একসময় থিয়েটারের জন্য চাকরি ছেড়েছেন। বেঙ্গালুরুতে অভিষেক মজুমদার, মহেশ দত্তানিদের সঙ্গে বহু নাটক করেছেন।
“কৌশিকদা যখন অফার দিলেন, না বলতে পারিনি। এতদিন পর প্রফেশনাল ইংরেজি নাটকে ফিরতে পারা আমার কাছে দুর্দান্ত এক অভিজ্ঞতা,” বলেন সৃজিত।
সৃজিতের কথায়, “শিল্পের কাজ দুটো—বিক্ষুব্ধদের সান্ত্বনা দেওয়া, আর স্বস্তিতে থাকা মানুষদের অস্বস্তিতে ফেলা। এই নাটক সেই কাজটাই করবে। কার্ল মার্ক্স এখানে কেবল চরিত্র নন, সময়ের প্রতিবিম্ব।”
এই নাটকের প্রথম শো হবে ২৯ মে, ‘স্বপ্নসন্ধানী’র প্রতিষ্ঠা দিবসে। দ্বিতীয় শো ৮ জুন। দর্শকদের জন্য এ এক নতুন রকমের থিয়েটার অভিজ্ঞতা, যেখানে রাজনীতি, দর্শন, ইতিহাস ও ব্যক্তিগত অভিনয়—সব মিলিয়ে এক অদ্ভুত ‘পলিটিক্যাল থিয়েটারাল স্পেস’ তৈরি হতে চলেছে কলকাতার মঞ্চে।
এই নাটক শুধু মঞ্চের জন্য একটি অভিনব উদ্যোগ নয়—বরং তা এক সাংস্কৃতিক অবস্থান। যেখানে জয়ন্ত ও সৃজিত একসঙ্গে আসছেন কৌশিক সেনের নির্দেশনায়, মার্ক্সের আত্মাকে সঙ্গে নিয়ে। বাংলার নাট্যচর্চা এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক নতুন রাস্তা খুঁজছে—যার প্রথম ধাপ ‘মার্ক্স ইন কলকাতা’ হতে পারে।