কলকাতা টাইমস নিউজ ডেস্ক : নিজস্ব প্রতিবেদন :
ট্রফির ঝলক ছিল, চিয়ার্স ছিল, শাহরুখের বিজয়নৃত্যও ছিল—কিন্তু ছিল না শ্রেয়স আইয়ার। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় ট্রফি জয়ের এক বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় যখন স্মৃতিচারণে মেতে উঠল ফ্র্যাঞ্চাইজি, তখনই মাথাচাড়া দিল এক প্রশ্ন—“অধিনায়ক কোথায়?”
একটি ছবি, একটি অনুপস্থিত মুখ—আর তাতেই ক্ষুব্ধ হলেন হাজার হাজার KKR অনুরাগী। সেই ছবিতে KKR-এর জয়ী দলের একাধিক সদস্য ছিলেন, কিন্তু বাদ পড়েছিলেন সেই নেতা যিনি দলকে এক দশক পর শিরোপার স্বাদ এনে দিয়েছিলেন।
২০২৪ সালের স্মরণীয় সেই ট্রফি জয়ের বর্ষপূর্তি উপলক্ষে KKR একটি ইনস্টাগ্রাম পোস্ট করে। তাতে ছিলেন বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং-সহ আরও একাধিক ক্রিকেটার—যাঁরা ২০২৪ এবং বর্তমান দলে রয়েছেন।
কিন্তু নজরে পড়ে, শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্ট, এবং নীতীশ রানার মতো গুরুত্বপূর্ণ মুখ গায়েব। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে আগুনের মতো।
একজন অনুরাগী মন্তব্য করেন—“ট্রফি তো শ্রেয়স তুলেছিল! তার ছবি কই?”
অন্যজন লেখেন—“ভবিষ্যতের দল নয়, অতীতের বিজয়ী দল ছিল পোস্টের প্রেক্ষাপট। তাহলে এই বাদ দেওয়া কিসের রাজনীতি?”
তর্ক উঠেছে, এঁদের বাদ দেওয়ার পিছনে কি শুধুই চুক্তি নেই বলে? কারণ শ্রেয়স ও স্টার্ক বর্তমানে অন্য ফ্র্যাঞ্চাইজির অংশ। কিন্তু প্রশ্ন উঠছে—কোন যুক্তিতে একটি ঐতিহাসিক অর্জনের পোস্ট থেকে বাদ যেতে পারেন নেতৃত্বদানকারী অধিনায়ক?
KKR ব্যবস্থাপনার একাংশের মতে, “বর্তমানে যারা স্কোয়াডে আছেন, পোস্টে তাঁদের রাখা হয়েছে।” কিন্তু ক্রিকেট প্রেমীরা বলছেন, এটি একটি আবেগঘন স্মৃতি—যেখানে নেতৃত্বের সম্মান অবধারিত ছিল।
সমালোচনার মুখে পড়ে KKR পরে আরেকটি পোস্ট করে, যেখানে ২০২৪ সালের ট্রফি জয়ের বিভিন্ন মুহূর্তের কোলাজ ছিল। তাতে অবশেষে দেখা যায় শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক ও নীতীশ রানার ছবি। অনেকেই বলেন, এটি ‘damage control’। যদিও ততক্ষণে ক্ষোভ অনেক দূর ছড়িয়ে পড়েছে।
KKR-এর তৃতীয় ট্রফির গল্পে শ্রেয়স ছিলেন মূল চালক। নেতৃত্বের ভার কাঁধে তুলে তিনি খেলেছিলেন দলের প্রাণ হয়ে। সেই ইতিহাস মুছে ফেলতে না পারলেও, পোস্টের ছবিতে তাঁর না থাকা যেন একপ্রকার অবজ্ঞার মতো দেখছেন সমর্থকরা।
অন্যদিকে এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন—
“ট্রফির ছবি পোস্ট করা যায়, কিন্তু ক্যাপ্টেনকে মুছে ফেলা যায় না। শ্রেয়স আমাদের ট্রফির পোস্টার বয়, তাকে ভুলে যাওয়া যায় না।”