spot_img
36.6 C
Kolkata
Saturday, June 14, 2025
spot_img

হলুদ লাইন পার মানেই ২৫০ টাকার জরিমানা, যাত্রীসুরক্ষায় কড়া পদক্ষেপ মেট্রোর !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :নিজস্ব সংবাদদাতা :


কলকাতা মেট্রোয় ট্রেন না আসা পর্যন্ত হলুদ লাইন পেরিয়ে দাঁড়ানো অভ্যেস? সাবধান হোন! আগামী ১ জুন থেকে সেই অভ্যেসের জন্য আপনাকে গুনতে হতে পারে ২৫০ টাকা জরিমানা। যাত্রীসুরক্ষাকে আরও মজবুত করতে এমনই কড়া নিয়ম চালু করতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

সোমবার কলকাতা মেট্রোর তরফে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার আগেই যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মের হলুদ সতর্কতা রেখা অতিক্রম করেন, তবে তাঁকে ২৫০ টাকা জরিমানা করা হবে। এই নিয়ম ১ জুন ২০২৫ থেকে কার্যকর হবে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চিহ্নিত করা হবে সেই ‘অসচেতন’ যাত্রীদের।

গত কয়েক বছরে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার একাধিক ঘটনা ঘটেছে। অনেক সময়েই দেখা গিয়েছে, ট্রেন ঢোকার মুহূর্তে হলুদ লাইন অতিক্রম করা যাত্রী হঠাৎ প্ল্যাটফর্ম থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। কখনও ইচ্ছাকৃত, কখনও অসাবধানতাবশত।
এই ঝুঁকি রুখতেই আগে থেকে সচেতন করতে মাইকিং, পোস্টার ও প্ল্যাটফর্মে আলাদা হলুদ রেখা চিহ্নিত করার মতো পদক্ষেপ নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। এবার তার সঙ্গে যুক্ত হলো জরিমানা।

মেট্রোর এক মুখপাত্রের কথায়, “আমরা বহুবার মাইকিং করেছি, সচেতনতা ক্যাম্পেন চালিয়েছি, কিন্তু এখনও বহু যাত্রী ট্রেন ঢোকার আগেই হলুদ রেখা অতিক্রম করেন। নিজের ও অন্যের প্রাণ ঝুঁকিতে ফেলার অধিকার কারও নেই। বাধ্য হয়েই জরিমানা চালু করতে হচ্ছে।”

সতর্কতার এই নতুন নিয়মে কেউ বলছেন, “ঠিকই হয়েছে, শৃঙ্খলা ফেরাতে জরুরি ছিল,” আবার কেউ বলছেন, “জরিমানার বদলে আরও বেশি সচেতনতা প্রচার করা উচিত।”

দিল্লি বা মুম্বইয়ের মতো বড় শহরের মেট্রোতে এমন নিয়ম বহু দিন ধরেই কার্যকর। এবার কলকাতাও সেই পথেই হাঁটছে। কিন্তু সব কড়াকড়ির মধ্যেও, শেষ কথা একটাই—আপনার জীবন আপনার হাতে। সচেতনতা হোক অভ্যেস, নিয়ম মানা হোক দস্তুর।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks