spot_img
36.6 C
Kolkata
Saturday, June 14, 2025
spot_img

ভারতের বিচারব্যবস্থায় ‘মেগা’ রদবদল: তিন নয়া সুপ্রিম কোর্ট বিচারপতি, বদলি ২১, নেতৃত্বে পরিবর্তন পাঁচ হাইকোর্টে !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব প্রতিবেদন : নয়াদিল্লি :

ভারতের বিচারব্যবস্থায় এক ঝাঁক রদবদল। বিচারপতি নিযুক্তি ও বদলির এমন সুবৃহৎ তালিকা বহুদিন দেখা যায়নি। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে এই ঢালাও রদবদল শুধু পদ বদলের বিষয় নয়, এটি বিচার ব্যবস্থায় ভবিষ্যতের এক নতুন ছাপ রাখার প্রস্তুতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সুপ্রিম কোর্টের ৩৪টি আসনের মধ্যে এতদিন ৩১টি পূর্ণ ছিল। অবসরের কারণে তৈরি হওয়া শূন্যপদ পূরণে কলেজিয়াম এবার বেছে নিয়েছে তিন হাইপ্রোফাইল বিচারপতিকে—কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এনভি আঞ্জারিয়া, গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণোই এবং বম্বে হাইকোর্টের বিচারপতি এএস চন্দুরকর।

এই সুপারিশগুলি কার্যকর হলে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি পদে এক নতুন মাত্রা যোগ হবে বলে আইনি মহলের ধারণা।

মধ্যপ্রদেশ, কর্নাটক, গুয়াহাটি, পাটনা ও ঝাড়খণ্ড হাইকোর্ট—এই পাঁচটি রাজ্যের উচ্চ আদালত পাচ্ছে নতুন মুখ। কলেজিয়ামের মতে, এই নিযুক্তিগুলি অঞ্চলভিত্তিক ভারসাম্য ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে।

  • সঞ্জীব সচদেব হবেন মধ্যপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি।

  • বিভু বাখরু যাচ্ছেন কর্নাটকে নেতৃত্ব দিতে।

  • গুয়াহাটি হাইকোর্টে যাচ্ছেন আশুতোষ কুমার, এবং তাঁর জায়গায় পাটনায় আসছেন বিপুল মনুভাই পাঞ্চোলি।

  • ঝাড়খণ্ড হাইকোর্টের দায়িত্ব পাচ্ছেন হিমাচল হাইকোর্টের বিচারপতি তর্লোক সিং চৌহান।

নতুন নেতৃত্ব কেমন বিচারব্যবস্থা গড়ে তুলবে—তা নিয়ে কৌতূহল তুঙ্গে।

এবারের বদলির তালিকা নজরকাড়া। ২১ জন বিচারপতি বদলির সুপারিশ পেয়েছেন।
বিশেষ দৃষ্টি কেড়েছে একটি তথ্য—কলকাতা হাইকোর্ট থেকে কেউই বদলি হচ্ছেন না, বরং তেলঙ্গানা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতায় আসছেন বিচারপতি সুজয় পাল।

সর্বাধিক বদলি হয়েছে এলাহাবাদ হাইকোর্টে—চারজন। কর্নাটক, গুয়াহাটি ও পাঞ্জাব-হরিয়ানায় বদলি হয়েছেন তিনজন করে। দুটি করে বদলি হয়েছে মাদ্রাস ও রাজস্থান হাইকোর্টে, এবং একজন করে বম্বে, কেরল ও পাটনায়।

বদলি শুধু প্রশাসনিক নয়, এটি বহু ক্ষেত্রেই বিচারপতিদের দক্ষতা প্রয়োগের জন্য নতুন প্রেক্ষাপট তৈরি করে।

আইন মন্ত্রক সূত্রে খবর, বিচারপতিদের অবসর ও পদ শূন্য হওয়ায় একটি সুবিন্যস্ত বদলি ও উন্নীতকরণের তালিকা তৈরি করা প্রয়োজন ছিল। তবে এর পাশাপাশি স্পষ্ট হয়েছে একটি বার্তা—বিচার ব্যবস্থায় গতিশীলতা, ভারসাম্য ও দক্ষতার পুনর্বিন্যাসের দিকে নজর দিচ্ছে বর্তমান শীর্ষ নেতৃত্ব।

সুপ্রিম কোর্ট কলেজিয়ামের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি বিআর গাভাই। সঙ্গে রয়েছেন বিচারপতি সূর্য কান্ত, বিক্রম নাথ, জেকে মহেশ্বরী ও বিভি নাগরত্ন। তাঁদের যৌথ সিদ্ধান্তেই তৈরি হয়েছে এই রদবদলের ব্লুপ্রিন্ট।

এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। নিযুক্তি ও বদলি প্রশাসনিক নিয়মের অঙ্গ, কিন্তু জনস্বার্থে তার প্রভাব পড়বে কিনা, সেদিকে নজর রাখছে গোটা দেশ।

আইনি মহলের মতে, যদি এই রদবদল দক্ষতা, নিরপেক্ষতা ও ন্যায়ের অভিব্যক্তি প্রকাশে সহায়ক হয়, তবে নিঃসন্দেহে তা ভারতের বিচারব্যবস্থায় এক ইতিবাচক পালাবদল হিসেবে বিবেচিত হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks