spot_img
35.7 C
Kolkata
Friday, June 13, 2025
spot_img

রুফটপ রেস্তোরাঁর অস্তিত্ব নিয়ে প্রশ্ন, প্রমাণপত্র চাইল পুরসভা – ১১ জুন ফের শুনানিতে হাজিরার নির্দেশ

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা :

লকাতার রুফটপ রেস্তোরাঁগুলিকে ব্যবসার আইনগত বৈধতা প্রমাণ করতে বলা হল। মুখের কথায় নয়—পুরসভা এবার চাইছে সমস্ত লিখিত প্রমাণ ও নথিপত্র। মঙ্গলবার ধর্মতলার পুরভবনে এক জরুরি শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে তিনটি রেস্তোরাঁর প্রতিনিধিদের।

চৌরঙ্গি রোড, ক্যামাক স্ট্রিট এবং লালা লাজপত রায় সরণির তিনটি রুফটপ রেস্তোরাঁর পক্ষ থেকে মালিকেরা দাবি করেন, তাঁদের কাছে প্রয়োজনীয় অনুমতিপত্র রয়েছে। তবে পুরসভার মতে, প্রস্তাবিত নথিগুলির মধ্যে গরমিল রয়েছে এবং তা যথেষ্ট নয়। তাই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—সব নথি নিয়ে ১১ জুন ফের হাজিরা দিতে হবে।

শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুর-কমিশনার, আবগারি দফতর, দমকল ও কলকাতা পুলিশের প্রতিনিধিরা। ছিলেন বিল্ডিং ও লাইসেন্স বিভাগের আধিকারিকরাও। পুর কমিশনার ধবল জৈনের গঠিত কমিটির নেতৃত্বেই চলেছে এই প্রক্রিয়া।

পুরসভার এক কর্তা জানান, “যাঁদের ডাকা হয়েছিল, তাঁদের নোটিস পাঠানো হয় অন্তত এক সপ্তাহ আগেই। কিন্তু অনেকেই প্রয়োজনীয় নথি জমা দেননি। এতে প্রশ্ন উঠছে তাঁদের বৈধতার ব্যাপারে।”

রেস্তোরাঁ মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা ব্যবসা চালু রাখতে চাইলেও পুরসভার সব শর্ত মানতে প্রস্তুত। ১১ জুন তাঁরা সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হবেন বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বড়বাজারের ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু ঘিরে শহরের রুফটপ রেস্তোরাঁগুলির নিরাপত্তা ও বৈধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সেই ঘটনার পর থেকেই পুরসভা রুফটপ রেস্তোরাঁগুলির বিরুদ্ধে অভিযান শুরু করে। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে আপাতত ভাঙার কাজ স্থগিত রয়েছে। তবে হাইকোর্ট পুরসভাকে শুনানির নির্দেশ দিয়েছে, এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলিকে আপাতত বন্ধ রাখতে বলেছে।

সেই নির্দেশ মেনেই এই শুনানির আয়োজন করে কলকাতা পুরসভা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks