spot_img
36.6 C
Kolkata
Saturday, June 14, 2025
spot_img

‘হেরা ফেরি ৩’ নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে — আদালতের দিকে গড়াল অক্ষয়-পারেশ বিরোধ !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব প্রতিনিধি :

বন্ধুত্ব, পারফর্ম্যান্স, এবং জনপ্রিয়তা—এই তিনস্তম্ভে দাঁড়িয়ে থাকা বলিউডের অন্যতম সেরা কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’। আর সেই ছবির তৃতীয় অধ্যায় শুরুর আগেই, ঘটে গেল এক বড়সড় ‘হেরা ফেরি’—প্রসঙ্গ পারেশ রাওয়ালের প্রস্থান এবং অক্ষয় কুমারের প্রতিক্রিয়া।

ছবির প্রযোজক সংস্থার সঙ্গে মতবিরোধের জেরে আচমকা পারেশ রাওয়ালের ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানো, এবং অক্ষয় কুমারের তরফে মামলা দায়েরের গুঞ্জন ঘিরে উত্তাল ছিল বলিউড পাড়া। অবশেষে, ‘হাউসফুল ৫’-এর ট্রেলার লঞ্চের মঞ্চে মুখ খুললেন অক্ষয় কুমার।

যদিও সম্পর্কের টানাপোড়েন থাকতেই পারে, তবুও ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব অক্ষয়। তাঁর কথায়,
“একজন অভিজ্ঞ শিল্পীকে নিয়ে এভাবে কথা বলাটা মানায় না। ওঁকে ‘বোকা’ বলা অন্যায়। আমি ওঁর সঙ্গে ৩০ বছর ধরে কাজ করছি, বন্ধুত্ব রয়েছে, শ্রদ্ধাও রয়েছে।”

তবে, একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন, এই মুহূর্তে প্রকাশ্যে কিছু বলবেন না, কারণ বিষয়টি এখন আদালতের বিচারাধীন।
“এই মঞ্চ এ ধরনের আলোচনার জন্য সঠিক জায়গা নয়। যা কিছু হওয়ার, তা আদালতেই হবে,” — মন্তব্য অক্ষয়ের।

অভিনেতা পারেশ রাওয়াল এ বিষয়ে রবিবার তাঁর X (পূর্বতন টুইটার) হ্যান্ডলে লিখেছেন,
“আমার আইনজীবী অমিত নায়ক প্রযোজকদের কাছে যথাযথ আইনি উত্তর পাঠিয়েছেন। আমার প্রস্থান আইনসম্মত ও যুক্তিসম্মত।”

এই বার্তার মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, তাঁর সরে দাঁড়ানো কোনও হঠাৎ আবেগতাড়িত সিদ্ধান্ত নয়, বরং সুপরিকল্পিত ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই হয়েছে।

যখন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ ধরেই নিচ্ছিল যে, ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’-এর কারণেই পারেশ সরে দাঁড়িয়েছেন, তখন নিজেই মুখ খুলে পারেশ এই যুক্তি খারিজ করেন।

তিনি স্পষ্ট জানান,
“আমি স্পষ্ট করতে চাই, আমার ‘হেরা ফেরি ৩’ থেকে সরে আসার সিদ্ধান্ত কোনও রকম সৃজনশীল মতপার্থক্যের কারণে নয়।”

প্রিয়দর্শনের পরিচালনায় আসন্ন ‘হেরা ফেরি ৩’-তে মূল চরিত্রে ছিলেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পারেশ রাওয়াল। এখন পারেশ রাওয়ালের বদলে অন্য কেউ আসবেন কি না, কিংবা এই ছবির ভবিষ্যৎ কোন দিকে যাবে, সে উত্তর সময়ই দেবে।

তবে একথা বলাই যায়, ‘হেরা ফেরি’র কমেডি যেমন দর্শকের হাসির খোরাক জুগিয়েছে, তেমনই তৃতীয় অধ্যায়ের সূচনা ঘটেছে ইন্ডাস্ট্রির এক জটিল নাটকে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks