কলকাতা টাইমস নিউজ : নিজস্ব প্রতিনিধি :
রাজ্যে ফের আবহাওয়ার ভ্রুকুটি ,উত্তরবঙ্গেও প্রস্তুত থাকার নির্দেশ, নিম্নচাপ গভীরতর !
রাজ্যে ফের আবহাওয়ার ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে। ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণের ৯টি ও উত্তরের ৩টি জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার ওডিশা উপকূলের কাছে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, তা বুধবার ভোরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়। আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার ভোর নাগাদ সেটি আরও গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে উত্তর দিকে এগিয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস।
আজ বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও একই সতর্কতা জারি করা হয়েছে।
লাল সতর্কতা মানেই সম্ভাব্য দুর্যোগের আশঙ্কা। প্রশাসনকে সক্রিয় প্রস্তুতির পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। কোথাও ২৪ ঘণ্টায় ১১–২০ সেন্টিমিটার বৃষ্টি হলে তাকে ‘অতিভারী’ বৃষ্টি বলা হয়।
অন্যদিকে আগামীকাল ৩০ মে উত্তরবঙ্গের জন্য নতুন করে লাল সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারের কিছু অংশে ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির আশঙ্কায় ‘চরম ভারী বৃষ্টি’র সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে এই নিম্নচাপ-ঘনিষ্ঠ বৃষ্টিপাতের প্রবণতা থাকবে ৩১ মে পর্যন্ত। উত্তরবঙ্গে চলবে ১ জুন অবধি। সঙ্গে থাকবে দমকা হাওয়া ও সম্ভাব্য জলাবদ্ধতার পরিস্থিতি।
পূর্ব উপকূলের পাশাপাশি দেশের পশ্চিম উপকূলেও বৃষ্টির প্রকোপ দেখা দিয়েছে। কেরালা, তামিলনাড়ু, কর্নাটক ও মহারাষ্ট্রে ইতিমধ্যেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে আরব সাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় গঠনের পূর্বাভাস এখনই দেয়নি মৌসম ভবন। বর্ষা প্রবেশ করায় ঝড়ের আশঙ্কা আপাতত কমেছে বলেই মত বিশেষজ্ঞদের।