spot_img
36.6 C
Kolkata
Saturday, June 14, 2025
spot_img

ছুটি কাটাতে গিয়ে মরণযাত্রা, সিকিমে খাদে গাড়ি, মৃত ১, চলছে তল্লাশি !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা : গ্যাংটক

ছুটির দিনে পাহাড় ডেকে এনেছিল মৃত্যুকে। উত্তর সিকিমের চুঙথাঙ-মুনসিথাঙ সড়কে পর্যটকবাহী একটি জিপ গভীর খাদে পড়ে যাওয়ায় মৃত্যু হল এক পর্যটকের। এখনও নিখোঁজ আরও কয়েকজন। জখমদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে সেনা ও পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চুঙথাঙ থেকে মুনসিথাঙের দিকে যাচ্ছিল একটি পর্যটকবাহী জিপ। পাহাড়ি সড়কে প্রচণ্ড কুয়াশা ও অসমান রাস্তায় হঠাৎই নিয়ন্ত্রণ হারায় গাড়ি, পড়ে যায় গভীর খাদে। জিপে চালক-সহ মোট ১১ জন ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়েই তৎপর হয় স্থানীয় পুলিশ ও সেনা। তুষারাবৃত ঢালে নামানো হয় উদ্ধারকারী দল। বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনা এবং প্রশাসনের একাধিক দল যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই এক পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকিদের সন্ধানে চলছে তল্লাশি। দুর্ঘটনার সময় কেউ জিপ থেকে ছিটকে পড়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, জিপের চালক দীর্ঘদিন ধরে উত্তর সিকিমে গাড়ি চালাচ্ছেন। কিন্তু পাহাড়ি আবহাওয়ার খামখেয়ালিপনা ও রাস্তাঘাটের বেহাল দশা বড় বাধা হয়ে দাঁড়ায়।

এক স্থানীয় গাড়িচালক বলেন, “এই রুটটা খুব বিপজ্জনক। বরফ জমে গেলে গাড়ির চাকা নিয়ন্ত্রণে রাখা দুষ্কর। আজও ঠিক সেটাই হয়েছে।”

এই দুর্ঘটনা ফের একবার পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমান উত্তর সিকিমে। কিন্তু যথাযথ গাইড, মানানসই গাড়ি ও রাস্তায় নজরদারির অভাব যে এখনও বড় সমস্যা, তা ফের প্রমাণ হল এই ঘটনায়।

দুর্ঘটনায় জড়িত পর্যটকদের বেশিরভাগই দেশের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন। সিকিম প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জখমদের হাসপাতালে ভর্তি করানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

পাহাড়ের ডাক সবসময়ই মোহময়, কিন্তু প্রতিটি বাঁকের পেছনে লুকিয়ে থাকে বিপদের সম্ভাবনা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে যেন না হারাতে হয় আরও কোনও প্রাণ—এই দুর্ঘটনা আমাদের সে কথাই আবারও স্মরণ করিয়ে দিল।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks