spot_img
36.6 C
Kolkata
Saturday, June 14, 2025
spot_img

বয়সের নিয়মে বিদায়বেলা, নেতৃত্বের পালা রাজীব শুক্লার?

কলকাতা টাইমস নিউজ  : ক্রীড়া সংবাদদাতা  : 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নেতৃত্বে আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। সূত্রের খবর, বর্তমান প্রেসিডেন্ট রজার বিনির বয়সসীমা পেরোতে চলায়, তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীনভাবে বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা দায়িত্ব নিতে পারেন আগামী তিন মাসের জন্য।

রজার বিনি, ১৯৮৩ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য, আগামী ১৯ জুলাই ৭০ বছরে পা রাখবেন। আর বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী, কোনও অফিস-বেয়ারারের বয়সসীমা সর্বোচ্চ ৭০ বছর—এই নিয়মেই এবার কার্যত ইস্তফা দিতে বাধ্য হচ্ছেন তিনি।

২০২২ সালে সৌরভ গাঙ্গুলির জায়গায় বিসিসিআই প্রেসিডেন্ট হন রজার বিনি। খেলার মাঠে তিনি যেমন সফল ছিলেন, তেমনই বোর্ডের নেতৃত্বেও গত কয়েক বছরে স্থিতিশীলতা বজায় রেখেছেন।

বিনির নামের পাশে ২৭টি টেস্ট ও ৭২টি একদিনের ম্যাচ। তবে তাঁর সবচেয়ে স্মরণীয় অবদান, ১৯৮৩ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক ১৮টি উইকেট নেওয়া—যা আজও ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল।

রাজীব শুক্লার নাম বিসিসিআই-তে নতুন নয়। ২০২০ সাল থেকে ভাইস প্রেসিডেন্ট, তার আগে আইপিএলের চেয়ারম্যান (২০১৮ পর্যন্ত) এবং উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন তিনি।

নির্বাচনের আগে তিন মাসের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রাজীব, এমনটাই বোর্ডের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এই সময়ে বিসিসিআই-এর দৈনন্দিন প্রশাসনিক কাজ সামলানো এবং পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়াই হবে তাঁর মূল লক্ষ্য।

সম্ভাব্য ভবিষ্যতের ছক: নেতৃত্ব বদলের গেমপ্ল্যান

  •  বর্তমান প্রেসিডেন্ট: রজার বিনি (পদত্যাগ করবেন বয়সসীমার কারণে)

  •  সম্ভাব্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট: রাজীব শুক্লা

  •  নির্বাচনের সময়সীমা: তিন মাসের মধ্যে

  •  বোর্ডের নিয়ম অনুযায়ী: বয়সসীমা ৭০ বছর, তার পরে অফিসবেয়ারার থাকা যাবে না

এই পরিবর্তন শুধু একজন ব্যক্তির বিদায় ও আরেকজনের আগমন নয়, বরং ক্রিকেট প্রশাসনের ভিতরে দীর্ঘমেয়াদি নেতৃত্ব গঠনের পথরেখা তৈরি করতে চলেছে।

রজার বিনির কার্যকাল হয়তো বয়সসীমার নিয়মে শেষ হচ্ছে, কিন্তু তাঁর অবদান থাকছে ইতিহাসে অম্লান। আর রাজীব শুক্লার অভিজ্ঞতা, রাজনৈতিক যোগাযোগ ও প্রশাসনিক দক্ষতা তাঁকে বিসিসিআই-এর নেতৃত্বে এনে দিতে পারে এক নতুন ধারা।

সবকিছু ঠিকঠাক চললে, আগামী কয়েক মাস ভারতের ক্রিকেট প্রশাসনের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে নেতৃত্ব বদলের প্রস্তুতি, অন্যদিকে বোর্ডের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ। সব মিলিয়ে, “অন্তর্বর্তীকালীন” শব্দটি আপাতত সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বিসিসিআই-র করিডরে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks