spot_img
36.6 C
Kolkata
Saturday, June 14, 2025
spot_img

মেঘে ঢাকা সকাল, ক্লান্তিকর আর্দ্রতা: কলকাতায় বৃষ্টি আসবে, তবে কিছুটা দেরিতে !

কলকাতা টাইমস নিউজ  : নিজস্ব সংবাদদাতা : 

কাল থেকেই শহরের আকাশ ঢাকা মেঘে। কাকভোরে ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকা মানুষের চোখে আজ আকাশ যেন শুধু ধূসর। তবে এখনো পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। তার বদলে রয়েছে এক ধরনের ক্লান্তিকর গুমোট গরম, যা কলকাতার গ্রীষ্মকালীন ক্লাসিক সংকেত।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, আজ সোমবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও নামতে পারে।

🌡️ তাপমাত্রা ও আর্দ্রতার দোলাচল

  • 🔺 সর্বোচ্চ তাপমাত্রা: প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস

  • 🔻 সর্বনিম্ন তাপমাত্রা: প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস

  • 💧 আর্দ্রতা: সর্বোচ্চ ৯২%, সর্বনিম্ন ৬৭%

এই উচ্চ আপেক্ষিক আর্দ্রতা শহরবাসীর শরীরে ঘাম ও ক্লান্তি—দুটিকেই একসঙ্গে টেনে এনেছে। চলাফেরা করাও যেন কিছুটা ধীর গতির হয়ে উঠেছে।

🌩️ দক্ষিণবঙ্গে তীব্র বৃষ্টির ইঙ্গিত

শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।

প্রভাব পড়তে পারে এই জেলাগুলিতে:

  • পশ্চিম মেদিনীপুর

  • ঝাড়গ্রাম

  • পুরুলিয়া

  • বাঁকুড়া

  • পূর্ব ও পশ্চিম বর্ধমান

  • বীরভূম

  • মুর্শিদাবাদ

এছাড়াও কিছু এলাকায় ৩০-৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

🌀 কারণ কী এই আবহাওয়ার?

আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, বর্তমানে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখা, যা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবে আগামী দু-তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বুধবারের পর বৃষ্টির দাপট কিছুটা কমবে, এবং আবহাওয়া ক্রমশ শুষ্ক হতে পারে।

⛰️ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

⚠️ নাগরিকদের জন্য সতর্কবার্তা

আবহাওয়া দফতরের পক্ষ থেকে নাগরিকদের বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পার্ক, মাঠ বা রাস্তায় দাঁড়িয়ে থাকা এ সময় বিপজ্জনক হতে পারে। শিশু ও বয়স্কদের যেন বাড়িতেই রাখা হয়, সে দিকেও দৃষ্টি রাখার অনুরোধ করা হয়েছে।

মে মাসের শেষে কলকাতা ও দক্ষিণবঙ্গ আবার প্রকৃতির এক অস্থির আবেগে জর্জরিত। কিছুটা স্বস্তি এনে দিতে পারে এই বৃষ্টি, আবার কিছুটা ঝুঁকিও। প্রয়োজন শুধু — প্রস্তুতি ও সচেতনতা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,400SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks