কলকাতা টাইমস নিউজ : নিজস্ব প্রতিনিধি :
এ বছরের রথযাত্রাকে কেন্দ্র করে সমুদ্রের ঢেউয়ের মতো জনজোয়ার নামবে পুরীতে। আর সেই জনস্রোতের সুরক্ষায় ইতিহাসে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করছে ওডিশা পুলিশ।
আগামী ২৭ জুন পুরীর পবিত্র রথপথে গড়াবে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার তিনটি রথ। ইতিমধ্যেই রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
ওডিশার ডিজিপি ওয়াই বি খুরানিয়া সোমবার রাজ্যের শীর্ষ পুলিশকর্তাদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন গোয়েন্দা বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষা, রেল ও উপকূল নিরাপত্তা শাখার আধিকারিকরাও।
সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে —
-
দর্শনার্থীর নিরাপত্তা
-
সম্ভাব্য পদদলিত পরিস্থিতি মোকাবিলা
-
অপরাধ দমন অভিযান
-
ভক্তদের নাগরিক পরিষেবায় মনোযোগ
ডিজিপির নির্দেশ— কুকুর স্কোয়াড (K9 ইউনিট)-এর সক্রিয় মোতায়েন জরুরি। জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে প্রশাসনের সঙ্গে যৌথভাবে।
এই বছর পুরীতে ভিড় করতে পারেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা। নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের রথযাত্রায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
গত বছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও পুরীতে রথযাত্রা উপভোগ করেছিলেন। এ বছর সেই আগমনের তালিকা আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা।
নিরাপত্তা পরিকাঠামোতে থাকছে :
-
শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে CCTV বসানো
-
রাস্তায় ব্যারিকেড ও ট্রাফিক জোন চিহ্নিতকরণ
-
যথাযথ পার্কিং
-
সাগরতটজুড়ে পুলিশ টহল ও অস্থায়ী আউটপোস্ট
-
জরুরি মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত স্পেশাল টিম
উৎসবপঞ্জি: জুন থেকে জুলাই—পৃথিবীজোড়া ভক্তসমাগমের দিনপঞ্জি
-
১১ জুন: স্নান যাত্রা
-
২৬ জুন: নবযৌবন দর্শন (নবমূর্তি প্রকাশ)
-
২৭ জুন: রথযাত্রা ও রথ টানা
-
১ জুলাই: হেরা পঞ্চমী
-
৪ জুলাই: সন্ধ্যা দর্শন
-
৫ জুলাই: বাহুদা যাত্রা (ফিরতি রথ)
-
৬ জুলাই: সোনা বেশ
-
৭ জুলাই: আধরপান
-
৮ জুলাই: নীলাদ্রি বিজে (দেবতাদের মন্দিরে প্রত্যাবর্তন)
প্রায় দুই সপ্তাহব্যাপী এই মহোৎসবে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে পুলিশ ও প্রশাসনের অনুমান।
সুস্থ ও নির্বিঘ্ন রথযাত্রার লক্ষ্যে নিরাপত্তা যেমন সর্বোচ্চ পর্যায়ে, তেমনই নজর থাকছে ভক্তদের সুবিধা-অসুবিধার দিকেও। জগন্নাথের আশীর্বাদে শুরু হোক নিরাপদ ও মাঙ্গলিক এই ঐতিহ্য!