কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :
রাস্তায় জমে থাকা জঞ্জাল দিনের পর দিন তোলেন না সাফাইকর্মীরা— এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন দমদমের বাসিন্দারা। সেই সমস্যার দ্রুত সমাধানে এবার ‘কুইক রেসপন্স টিম’ গঠনের সিদ্ধান্ত নিল দমদম পুরসভা।
দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিং জানিয়েছেন —
“দমদম যেন সব সময় আবর্জনামুক্ত থাকে, তার জন্য একটি নির্দিষ্ট ফোন নম্বর চালু করা হবে। কেউ ফোন করলেই পুরসভার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবেন।”
এই নতুন ব্যবস্থায় জঞ্জাল পড়ে থাকলে আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। ফোন গেলেই নামবে কুইক রেসপন্স টিম (QRT)।
পরিবেশ দূষণ রুখতেই পদক্ষেপ
পরিবেশকর্মীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল—
রাস্তাঘাটে, বাড়ির সামনের অলিগলিতে যত্রতত্র পড়ে থাকা আবর্জনার কারণে বাড়ছে দূষণ, ছড়াচ্ছে রোগ। এবার সেই অভিযোগের জবাবেই পুরসভার এই পদক্ষেপ।
কেবল ফোন নয়, নজরদারিও চলবে
পুরপ্রধান জানিয়েছেন,
নাগরিকেরা ফোনে অভিযোগ জানানোর পর সমস্যা আদৌ মিটল কি না, তা নিয়েও চলবে নজরদারি।
প্রতিটি কুইক রেসপন্স টিমকে সাপ্তাহিক রিপোর্ট দিতে হবে—
• কয়টি অভিযোগ এল
• কোন জায়গায় গিয়ে পরিষ্কার করা হলো
• কাজের ছবি-সহ সবিস্তার বিবরণ জমা দিতে হবে জঞ্জাল সাফাই বিভাগের আধিকারিকদের কাছে।
কমপ্যাক্টর মেশিন আসছে, বাড়ছে বাজেটও
পুরসভার পরিকল্পনায় রয়েছে আরও এক আধুনিক পদক্ষেপ—
পাঁচটি অত্যাধুনিক কমপ্যাক্টর মেশিন কেনা হবে শীঘ্রই।
এই যন্ত্রগুলি শহরের জঞ্জাল দ্রুত ও স্বাস্থ্যকর উপায়ে সরিয়ে নিতে সাহায্য করবে।
এই খাতেই বাড়ানো হয়েছে পুরসভার বার্ষিক বাজেট বরাদ্দ।
পুরসভার এই ঘোষণা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু আগের অভিজ্ঞতা বলে দেয়, পরিকল্পনার বাস্তব রূপ পায় না অনেক সময়েই।
তাই শহরবাসীর এখন একটাই চাওয়া—
“এই পরিষেবা যেন শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ না থাকে, বাস্তবে কাজ করে।”