কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও কিছু দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে ভারতের সরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সাময়িকভাবে মধ্যপ্রাচ্যগামী সমস্ত ফ্লাইট বাতিল করেছে। ফলে হাজার হাজার যাত্রী দুর্ভোগের মুখে পড়েছেন।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এক বিবৃতিতে জানিয়েছে, “মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং কিছু আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায়, আমরা ওই অঞ্চলের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে স্থগিত করেছি।” সংস্থাটি মধ্যপ্রাচ্যের ১৫টিরও বেশি গন্তব্যে নিয়মিত উড়ান চালায়।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ এবং উত্তর আমেরিকার (বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডার পাঁচটি গন্তব্যে) ফ্লাইটও বাতিল করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “উত্তর আমেরিকা থেকে ভারতে আসা ফ্লাইটগুলি বর্তমানে তাদের যাত্রাপথ পরিবর্তন করে অথবা নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে।”
ইন্ডিগো জানিয়েছে, মধ্যপ্রাচ্যের কিছু বিমানবন্দর ধাপে ধাপে খুলতে শুরু করায় তারা ফ্লাইট পুনরায় চালুর চেষ্টা করছে। টুইটারে ইন্ডিগো জানায়, “আমরা সতর্কভাবে পরিস্থিতির উপর নজর রাখছি এবং যাত্রীদের জন্য সবচেয়ে নিরাপদ রুট বেছে নিচ্ছি।”
স্পাইসজেট ও আকাসা এয়ার-ও জানিয়েছে যে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধের কারণে তাদের কয়েকটি ফ্লাইট ব্যাহত হতে পারে।
জানা গেছে, সোমবার ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর কিছু উপসাগরীয় দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে ভারতীয় বিমান সংস্থাগুলিকে বাধ্য হয়ে বহু ফ্লাইট বাতিল বা ঘুরিয়ে আনতে হয়।
এই ফ্লাইট স্থগিতের ফলে শুধু যাত্রীদেরই নয়, বিমান সংস্থাগুলিরও লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। যারা মধ্যপ্রাচ্যের দুবাই বা দোহা হয়ে ইউরোপ বা আমেরিকা যাত্রা করতেন, তাঁদের অনেকে যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছেন।
দুবাই ও দোহা দুটি-ই আন্তর্জাতিক ট্রানজিট হাব, যেখান থেকে প্রচুর ভারতীয় যাত্রী ইউরোপ ও আমেরিকায় যাতায়াত করে থাকেন।
বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখছে প্রত্যেক সংস্থা। ফ্লাইট চালু কবে থেকে আবার স্বাভাবিক হবে, সে সম্পর্কে নিশ্চিত করে কেউ জানাতে পারেনি। তবে এয়ারলাইন্সগুলো যাত্রীদের যথাসম্ভব বিকল্প সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে।




