spot_img
23 C
Kolkata
Friday, November 14, 2025
spot_img

শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় রাজ্যের প্রথম এসি লোকাল? প্রস্তুতি পুরোদমে, ট্রায়াল সফল হলে চলবে নিয়মিত পরিষেবা !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব প্রতিনিধি : 

পূর্ব রেলের অধীন শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার যাত্রাপথে নিত্যযাত্রীরা এবার আধুনিকতার এক নতুন স্বাদ পেতে চলেছেন। রাজ্যের প্রথম বাতানুকূল লোকাল ট্রেন শীঘ্রই চলাচল শুরু করতে পারে এই রুটে—এমন ইঙ্গিতই মিলেছে রেল দফতরের অন্দরমহল থেকে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু রানাঘাট স্টেশনে নতুন এসি লোকাল ট্রেনের রেক পৌঁছানোর পর থেকেই যাত্রী মহলে উন্মাদনা তুঙ্গে।

পূর্ব রেলের এক শীর্ষ সূত্রে জানা গিয়েছে, “শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় প্রথম এসি লোকাল চালানোর সম্ভাবনা প্রবল। রানাঘাট ডিপোয় ট্রায়াল রান শেষ হলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” যদিও পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন,
“সরকারিভাবে এখনও কিছু ঘোষণা হয়নি। সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।”

নতুন এসি লোকাল ট্রেনের সম্ভাব্য যাত্রাপথে থাকতে পারে শিয়ালদহ, দমদম, সোদপুর, ব্যারাকপুর, নৈহাটি, রানাঘাট ও কৃষ্ণনগর। তবে সব স্টেশনে ট্রেন দাঁড়াবে কি না, তা এখনও চূড়ান্ত নয়। মূলত যাত্রী চাহিদা, অবরোধান ও সময় ব্যবস্থার উপর ভিত্তি করেই স্টপেজ নির্ধারণ করা হবে।

কেমন হবে ট্রেনের অভ্যন্তরীণ ব্যবস্থা?

এই এসি লোকাল ট্রেনে থাকবে একাধিক আধুনিক ব্যবস্থা:

  • সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কোচ

  • প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম

  • জিপিএস বেসড অ্যানাউন্সমেন্ট

  • সিসিটিভি ক্যামেরা নিরাপত্তার জন্য

  • মেট্রোর মতো কোচ সংযোগ ব্যবস্থা

  • আরামদায়ক আসনের ব্যবস্থা

ভাড়া কত হতে পারে? প্রশ্ন উঠতেই হিসেব দিল রেল

যাত্রীরা এখনই জানতে আগ্রহী—এই পরিষেবার জন্য কতটা অতিরিক্ত গুণতে হবে পকেট থেকে? পূর্ব রেল সূত্রে জানা গেছে, সাধ্যের মধ্যে রাখতেই মূল্য নির্ধারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্ভাব্য ভাড়া হতে পারে:

  • শিয়ালদহ–দমদম (১০ কিমি): ₹২৯

  • শিয়ালদহ–ব্যারাকপুর (১৫ কিমি): ₹৫৬

  • শিয়ালদহ–নৈহাটি: ₹৯০

  • শিয়ালদহ–রানাঘাট: ₹১১১

  • শিয়ালদহ–কৃষ্ণনগর: ₹১২৯

তবে এই হার এখনো প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। রেল সূত্র বলছে, “ফাইনাল অনুমোদনের পরেই তা কার্যকর হবে।”

নিত্যযাত্রীদের অনেকেই মনে করছেন, এই এসি লোকাল একদিকে যেমন গ্রীষ্মকালে স্বস্তি দেবে, তেমনি আধুনিক পরিবহণ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে যাত্রী অভিজ্ঞতা আরও উন্নত করবে। ব্যারাকপুরের এক যাত্রী বলেন,
“যদি রিজনেবল ভাড়া হয়, তাহলে এসি লোকাল আমাদের মতো অফিসযাত্রীদের জন্য দারুণ হবে।”

ট্রায়াল সফল হলে খুব শিগগিরই পূর্ব ভারতের রেল পরিষেবায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। এসি লোকাল ট্রেন শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, বরং যাত্রার অভিজ্ঞতাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। এখন শুধু সময়ের অপেক্ষা—সরকারি ঘোষণার।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks