spot_img
22 C
Kolkata
Friday, November 14, 2025
spot_img

ধর্মীয় আবেগে ভর করে আবারও শুরু হচ্ছে ১৭ দিনের ‘শ্রী রামায়ণ যাত্রা’ – রামভক্তদের জন্য রেলের বিলাসবহুল ট্যুর প্যাকেজ

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব প্রতিনিধি : 

যোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর থেকে পর্যটকের ভিড় উত্তরোত্তর বেড়েই চলেছে। সেই জনস্রোত ও ধর্মীয় আবেগকেই এবার কাজে লাগাতে চলেছে আইআরসিটিসি (IRCTC)। ফের চালু হচ্ছে ‘শ্রী রামায়ণ যাত্রা’, যা ১৭ দিনের এক ধর্মীয় সফর— রেলপথে শ্রীরামচন্দ্রের জীবনের নানা গুরুত্বপূর্ণ স্থান পরিক্রমা করবে এই যাত্রা।

আগামী ২৫ জুন থেকে শুরু হচ্ছে এই বিশেষ রামায়ণ-ভ্রমণ। গত বছর এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাফল্যের পুনরাবৃত্তি করতেই এবছরও আয়োজনের কোনও খামতি রাখছে না রেল কর্তৃপক্ষ।

রামায়ণের পথে ট্রেনে ঘুরে ৩০টি পবিত্র স্থান!

আইআরসিটিসি জানাচ্ছে, এই যাত্রার মূল আকর্ষণ হল রামায়ণ সংশ্লিষ্ট ৩০টি ধর্মীয় ও ঐতিহাসিক স্থান ভ্রমণ।
দিল্লির সফদরজং স্টেশন থেকে যাত্রা শুরু হবে ভারতের গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনে। রেলযাত্রীদের জন্য থাকছে আধুনিক সুযোগ-সুবিধা, পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগার, নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং অনবোর্ড গাইড।

মূল ভ্রমণপথের তালিকা এইরকম—

  • অযোধ্যা: রামমন্দির, হনুমান গড়ি, সরযূ ঘাট

  • নন্দীগ্রাম

  • সীতামারি ও জনকপুর: সীতার জন্মস্থান

  • বেনারস, প্রয়াগরাজ, চিত্রকূট

  • নাসিক, হনুমানগড়ি, পঞ্চবটী, হুমান্ধ্রপুর

  • হাম্পি ও ভদ্রাচলম

  • রামেশ্বরম: সফরের একেবারে শেষ লগ্নে পৌঁছনো হবে এই দক্ষিণের পবিত্র দ্বীপে

এই রুট এমনভাবে তৈরি, যেখানে রামচন্দ্রের জীবনকথা ও ভ্রমণের অনুসরণে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করবেন যাত্রীরা।

খরচ কত? কে কত দামে কোথায় উঠবেন?

‘শ্রী রামায়ণ যাত্রা’ প্যাকেজটি মোট চারটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি প্যাকেজেই ধরা থাকছে—

  • এসি ট্রেন ভ্রমণ

  • থ্রি স্টার হোটেলে থাকা

  • প্রতিদিন নিরামিষ খাবার

  • দর্শনীয় স্থানগুলিতে গাইডেড ট্যুর

  • বাসে স্থানান্তর, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা

ভাড়ার হিসাব (প্রতি যাত্রী):

  • 3 AC কোচ: ₹১,১৭,৯৭৫

  • 2 AC কোচ: ₹১,৪০,১২০

  • 1st AC কোচ: ₹১,৬৬,৩৮০

  • 1st AC Coupe (2-Seater): ₹১,৭৯,৫১৫

আইআরসিটিসি জানিয়েছে, এই দামেই যাত্রীদের মিলবে ‘সব ইনক্লুসিভ’ পরিষেবা — মানে রেলযাত্রা, হোটেল, খাবার, গাইড, গাড়ি, কর ও বিমা সবই অন্তর্ভুক্ত।

ধর্মীয় ভ্রমণে প্রযুক্তির সহায়তা ও বিলাসবহুল অভিজ্ঞতা

আইআরসিটিসি আধিকারিকরা জানাচ্ছেন, এই যাত্রাপথে থাকবে—

  • LED স্ক্রিনে রামায়ণ দর্শন

  • ই-গাইড সিস্টেম

  • অনলাইন ট্র্যাকিং সুবিধা

  • ডিজিটাল বুকলেট ও ভ্রমণ ম্যাপ

সর্বোপরি, প্রতি ট্রেন কোচেই নির্ধারিত থাকবে পর্যটন সহকারী ও ধর্মীয় পণ্ডিতদের সহযোগিতা।

রেল ও রামায়ণ: আধ্যাত্মিক পর্যটনে ভারতের ‘গৌরব যাত্রা’

ভারতীয় রেলের এক মুখপাত্র বলেন—

“এই প্রকল্পের মাধ্যমে আমরা ধর্মীয় পর্যটনের নতুন দিগন্ত খুলে দিতে চাই। রামভক্তদের জন্য এটি শুধু একটি সফর নয়, এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। দেশের সংস্কৃতিকে জানার, ছুঁয়ে দেখার সুযোগ।”

আপনার যদি যাত্রায় আগ্রহ থাকে:

  • বুকিং করা যাবে: www.irctctourism.com

  • ফোন: IRCTC হেল্পলাইন

  • যাত্রা শুরু: ২৫ জুন, সফদরজং স্টেশন (দিল্লি)

  • যাত্রীদের জন্য লাগবে আধার কার্ড/পাসপোর্টের ফটোকপি ও স্বাস্থ্যসংক্রান্ত ঘোষণাপত্র।


রেলপথে রামায়ণ! ধর্ম, সংস্কৃতি ও আধুনিক পরিকাঠামোর মেলবন্ধনে এই ভ্রমণ হয়ে উঠতে চলেছে ভারতের ‘সফট পাওয়ার’-এর অন্যতম মুখ। এবার ভগবান রামের পদচিহ্নের অনুকরণে আপনিও বেরিয়ে পড়ুন সেই যাত্রায়!

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks