কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :
কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কয়েকদিনের টানা বৃষ্টির পর আজ কিছুটা স্বস্তির সকাল। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই স্বস্তি বেশি দিন স্থায়ী হবে না। আগামী রবিবার থেকে ফের সক্রিয় হতে পারে বর্ষার মেজাজ, যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত কয়েকদিন ধরে সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের আকাশ ছিল অবিরাম বৃষ্টির ভারে ঝুলে থাকা, আর তাপমাত্রাও ছিল অনেকটাই নিচে। তবে বৃহস্পতিবার সকালে পরিস্থিতি কিছুটা পরিবর্তনের পথে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি এখন ঝাড়খণ্ডের পশ্চিমাংশে অবস্থান করছে। ফলে এর প্রভাব রাজ্যে ধীরে ধীরে কমছে।
আজ দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। তবে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই ২৪ পরগনা জেলার জন্য সতর্কতা রইল।
আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে সপ্তাহান্তের জন্যও। আগামী শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। পাশাপাশি ওই দিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরিমাণে তা কম হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে শনিবার থেকে ফের সক্রিয় হবে বৃষ্টির ঘনঘটা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও, উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আজ শহর কলকাতায় সকাল থেকে গুমোট ভাব। আকাশ আংশিক মেঘলা থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। তবে রোদের দেখা খুব একটা মিলবে না। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির পরিমাণে সাময়িক ছন্দপতন হলেও বর্ষার প্রবণতা শেষ হয়নি। ফলে যাঁরা সপ্তাহান্তে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের আগে থেকেই আবহাওয়ার আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সংক্ষিপ্তে:
-
আজ ভারী বৃষ্টি নেই, তবে বজ্র-সহ হালকা বৃষ্টি হতে পারে
-
শুক্র-শনিবার মাঝারি বৃষ্টি, রবিবার থেকে বাড়তে পারে পরিমাণ
-
উত্তরবঙ্গে শনিবার থেকে ফের ভারী বৃষ্টি
-
কলকাতায় গুমোট ও আর্দ্রতা জনিত অস্বস্তি




