কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :
রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে এবার থেকে প্রবেশের ক্ষেত্রে লাগবে স্পষ্ট অনুমতি। শুধু সাধারণ দর্শনার্থী নয়, এবার থেকে সিভিক ভলান্টিয়ার এবং এমনকি কর্তব্যরত পুলিশ কর্মীদেরও মেনে চলতে হবে একাধিক নতুন নিয়ম। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনার পর।
কয়েক দিন আগে নবান্নের ১৪ তলায় আচমকা এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে দেখা যায়, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর অবস্থিত। ওই সিভিক ভলান্টিয়ারের সেখানে যাওয়ার কোনও অনুমতি ছিল না বলেই জানা গিয়েছে। তমলুক নিবাসী ওই মহিলা প্রথমে লিফট চেপে ১৩ তলায় ওঠেন, তারপর সিঁড়ি দিয়ে পৌঁছে যান ১৪ তলায়। বিষয়টি জানাজানি হওয়ার পরেই প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়ায়।
নিরাপত্তার প্রশ্নে এত কড়া নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এমন নিরাপত্তা-ফাঁকি সম্ভব হল, তা নিয়ে নবান্নের অভ্যন্তরে ও রাজ্য পুলিশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। পরে ওই সিভিক ভলান্টিয়ারকে শিবপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনার পরই নবান্নে প্রবেশের নয়া বিধি চালু হয়েছে। এখন থেকে কোনও সিভিক ভলান্টিয়ার অনুমতি ছাড়া ভবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না। তাঁদেরকেও আগাম অনুমতি নিতে হবে এবং সচিত্র পরিচয়পত্র দেখিয়ে নির্দিষ্টভাবে জানাতে হবে— কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করবেন, এবং কী উদ্দেশ্যে।
একই নিয়ম কার্যকর করা হয়েছে নবান্নে কর্তব্যরত পুলিশকর্মীদের ক্ষেত্রেও। তাঁদেরও ডিউটির সময় স্পষ্ট পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে। প্রতিদিন কোন পুলিশকর্মী নবান্নের কোন অংশে দায়িত্বে থাকবেন, তার তালিকা তৈরি করে পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে।
নবান্নে দিনে শতাধিক কর্মী এবং বহিরাগত বিভিন্ন কাজে আসেন। এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজ্য প্রশাসনের আধিকারিকেরা। ঘটনার তদন্ত এখনও অব্যাহত রয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের অনুপ্রবেশ আর না ঘটে, সেদিকে কড়া নজর রাখার বার্তা দেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষীদের।
নবান্নের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে এখন থেকে প্রত্যেক কর্মী, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীর জন্য অনুমতির নিয়ম চালু করা হল। রাজ্যের মুখ্য প্রশাসনিক দফতরে নিরাপত্তা নিয়ে কোনওরকম শিথিলতা সহ্য করা হবে না।”




