কলকাতা টাইমস নিউজ : নিজস্ব সংবাদদাতা : কলকাতা, ১৫ আগস্ট:
স্বাধীনতার ৭৯তম বর্ষ উদযাপনে রেড রোডে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজে আজ এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। অনুষ্ঠানে অংশ নিতে আসা বেশ কয়েকজন পড়ুয়া আচমকাই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। খবর পেয়েই অসুস্থদের দেখতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সকাল থেকেই কলকাতার আকাশ ছিল অস্থির। কখনও ঝড়ো হাওয়াসহ অঝোর বৃষ্টি, তো কখনও হঠাৎ করেই উজ্জ্বল রোদ। এই আর্দ্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিক অনুমান।
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, “সবাই মোটামুটি ভাল আছে। শুধু একজনের সামান্য সমস্যা রয়েছে। এটা অনেকটাই মানসিক প্রভাবের বিষয়। এক বন্ধু অসুস্থ হয়ে পড়লে অন্যরা আতঙ্কে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাছাড়া অনেকে ক্ষুধার্ত ছিল। যদিও সকালে নাশতা দেওয়া হয়েছিল, কিন্তু অনুষ্ঠানের চাপ ও টেনশনের কারণে অনেকে খায়নি। ডিহাইড্রেশনের প্রবণতাও ছিল।”
মুখ্যমন্ত্রী আরও জানান, হাসপাতালে গিয়ে তিনি পড়ুয়াদের জল, মিষ্টি খাইয়ে সান্ত্বনা দেন এবং ছবি তোলেন। তিনি আশ্বাস দেন যে সকলেই দ্রুত সেরে উঠবে।
এই ঘটনার পর বড় ধরনের জনসমাগমে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য সুরক্ষায় আরও নজরদারি প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। তারা মনে করছেন, আবহাওয়ার পূর্বাভাস, পর্যাপ্ত পানীয় জল সরবরাহ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করাই উচিত ছিলো কর্তৃপক্ষের।




