spot_img
22 C
Kolkata
Friday, November 14, 2025
spot_img

আবারও মা হচ্ছেন ভারতী! দ্বিতীয় সন্তানের খবর জানিয়ে খুশিতে ভরালেন ভক্তদের হৃদয় !

কলকাতা টাইমস নিউজ  :বিনোদন ডেস্ক :কলকাতা  ,০৭ অক্টোবর  :

বারও মা হতে চলেছেন জনপ্রিয় কৌতুকশিল্পী ও টেলিভিশন তারকা ভারতী সিং। স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে তিনি তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানালেন সোমবার, এক মনোমুগ্ধকর ইনস্টাগ্রাম পোস্টে।

বর্তমানে দম্পতি রয়েছেন সুইজ়ারল্যান্ডে ছুটি কাটাতে। বরফে মোড়া পাহাড়ের মনোরম পটভূমিতে তোলা এক ছবিতেই লুকিয়ে ছিল সেই মিষ্টি বার্তা—ভারতীর চোখে-মুখে মাতৃত্বের আভা, পাশে হর্ষের ভালোবাসায় ভরা হাসি। ক্যাপশনে ভারতী লিখেছেন,

“We are pregnant again! #blessed #ganpatibappamorya #thankyougod #babycomingsoon”

ছবিটি পোস্ট হতেই ভরে ওঠে কমেন্ট সেকশন। অভিনন্দন জানান পরিণীতি চোপড়া, ঈশা গুপ্তা, দ্রষ্টি ধামি, জান্নাত জুবায়ের, অভিষেক মালহান, অঞ্জলি আনন্দ প্রমুখ। ভক্তরাও উচ্ছ্বসিত—অনেকে লিখেছেন, “গোল্লা দাদা হতে চলেছে!”, আবার কেউ কেউ বলেছেন, “দ্বিগুণ হাসি, দ্বিগুণ সুখ—ভালো থাকুন ভারতী-হর্ষ!”

ভারতী সিংয়ের জীবনের গল্প অনেকটা হাসির আড়ালে লুকিয়ে থাকা সংগ্রামের কাহিনি। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর মঞ্চ থেকেই তাঁর উত্থান। নিজের ওজন নিয়ে হাস্যরস করা, গ্রামীণ জীবনের সরলতা, আর অদ্ভুত টাইমিং—এই তিনেই জয় করেন দর্শকের মন। পরবর্তীতে ‘দ্য কপিল শর্মা শো’ তাঁকে এনে দেয় ঘরে ঘরে পরিচিতি।

অন্যদিকে, হর্ষ লিম্বাচিয়া একজন লেখক, প্রযোজক ও উপস্থাপক হিসেবে টেলিভিশনে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। দু’জনের বন্ধুত্ব থেকেই প্রেম, তারপর বিয়ে—২০১৭ সালে রাজস্থানের ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে গাঁটছড়া বাঁধেন ভারতী ও হর্ষ।

দম্পতির প্রথম সন্তান লক্ষ (স্নেহের নাম ‘গোল্লা’) জন্ম নেয় ২০২২ সালের ৩ এপ্রিল। ভারতী প্রায়ই বলেন, “গোল্লা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।” তাঁদের ইউটিউব চ্যানেল Life of Limbachiyaas-এ প্রায়ই দেখা যায় পরিবারের নানা মুহূর্ত—গোল্লার খেলাধুলা, মজার কাণ্ডকারখানা, এমনকি ছোট্ট বেলার হাসির ভিডিওও।

সুইজ়ারল্যান্ড ভ্রমণের সময় শেয়ার করা এক ভ্লগে দেখা যায়, গোল্লা বাবার হাত ধরে হেঁটে যাচ্ছে আর বলছে, “আইসক্রিম চাই, টয় চাই!” ভারতী হেসে হর্ষকে জিজ্ঞেস করেন, “এই যে ছেলেটার এত দাবি, তোমার কি মনে হয়, আর একটা বাচ্চা নেওয়া উচিত?” উত্তরে হর্ষ বলেন, “হ্যাঁ, চাই পাঁচটা!” — হাসির ঝড় ওঠে সেই ভিডিওর নিচে।

ভারতী শুধু টেলিভিশনের কৌতুক তারকা নন, বরং তিনি এখন বিনোদন জগতের এক প্রেরণাদায়ক নারীচরিত্র। মাতৃত্বের পরও তিনি কাজের প্রতি অদম্য নিষ্ঠা দেখিয়েছেন। সন্তান জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই মঞ্চে ফিরে আসেন। ‘লাফটার চেফস সিজন ২’-এর সঞ্চালনা শেষ করেছেন সম্প্রতি।

তাঁর কথায়, “মা হওয়া মানে শক্তি পাওয়া। পরিবার, কাজ, সন্তান—সবই জীবনের অংশ। আমি চাই, মেয়েরা যেন বুঝতে পারে, মাতৃত্ব আর পেশা একে অপরের শত্রু নয়।”

বর্তমানে হর্ষের সঙ্গে তিনি একটি জনপ্রিয় পডকাস্টও পরিচালনা করছেন, যেখানে টেলিভিশন দুনিয়ার নামী মুখেরা এসে নিজেদের সংগ্রাম, হাসি-কান্না ও যাত্রার গল্প শোনান।

ভারতী-হর্ষের দ্বিতীয় সন্তানের খবর যেন এক আনন্দের হাওয়া বইয়ে দিয়েছে গোটা টেলিভিশন জগতে। তাঁদের সহকর্মীরা বলেন, “ভারতী সবসময় হাসি বিলিয়ে দেন, এবার তিনি আবারও এক নতুন জীবনের আলো আনতে চলেছেন।”

টেলিভিশনের এই ‘লাফটার কুইন’ বরাবরই সাধারণ মানুষের কাছে ঘনিষ্ঠ—তাঁর ভাষায়, তাঁর আচরণে, এমনকি তাঁর সাফল্যে কোথাও আড়ম্বর নেই। সেই কারণেই এই সুখবর যেন ভক্তদেরও নিজের পরিবারের আনন্দ হয়ে উঠেছে।

ভারতীর জীবনে এই নতুন অধ্যায় শুধু ব্যক্তিগত নয়, সামাজিক দিক থেকেও এক বার্তা দেয়—একজন নারীর হাসি কখনও তার শক্তিকে আড়াল করে না। টেলিভিশনের ব্যস্ত সময়সূচি, শ্যুটিং, ব্র্যান্ড ক্যাম্পেইন—সব সামলে সন্তান প্রতিপালনকে যে স্নেহের সঙ্গে করা যায়, সেটাই ভারতী দেখিয়ে দিয়েছেন।

এখন অপেক্ষা, দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে আরও এক নতুন অধ্যায় শুরুর। হয়তো শিগগিরই তাঁদের ইউটিউব চ্যানেলে দেখা যাবে, ছোট্ট গোল্লা তার ভাই বা বোনকে কোলে নিচ্ছে, আর পাশে ভারতী-হর্ষ হাসছেন—যেভাবে তাঁরা গত এক দশক ধরে দর্শককে হাসিয়ে আসছেন।

ভারতী সিং আর হর্ষ লিম্বাচিয়া আজ শুধুমাত্র এক দম্পতি নন, তাঁরা এক প্রেরণার প্রতীক—যেখানে হাসির আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসা, পারিবারিক বন্ধন আর জীবনের প্রতি অগাধ ইতিবাচকতা। দ্বিতীয় সন্তানের খবর সেই ইতিবাচকতাকেই আরও একবার জাগিয়ে দিল, যেন ভারতীর ভাষায়,

“হাসতে থাকুন, জীবন ততই সুন্দর হয়ে উঠবে।”

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks