কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা ,০৭ অক্টোবর :
বিহারের ভোট ঘোষণা ঘিরে দিল্লিতে তৎপরতা, উত্তপ্ত উত্তরবঙ্গ— দিনভর রাজনীতি, দুর্যোগ আর খেলার খবরে সরগরম মঙ্গলবার
মঙ্গলবার রাজ্যের রাজনীতি থেকে শুরু করে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি— সর্বত্রই ছিল তীব্র ব্যস্ততা ও আলোচনার ঝড়। দিল্লিতে রাজনৈতিক অঙ্ক কষা, উত্তরবঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর সফর, আর আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বাংলাদেশের লড়াই— এক নজরে মঙ্গলবারের উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ।
বিহার বিধানসভা নির্বাচন: দুই দফায় ভোট, দিল্লিতে তৎপর বিজেপি ও কংগ্রেস
বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৬ এবং ১১ নভেম্বর দুই দফায় ভোট হবে, আর ১৪ নভেম্বর ফল ঘোষণা।
এই ঘোষণার পরই তৎপর হয়ে উঠেছে রাজনৈতিক শিবিরগুলি। মঙ্গলবার দিল্লিতে বসছে বিজেপির উচ্চপর্যায়ের বৈঠক, যেখানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় নেতৃত্বের। আলোচনার মূল বিষয়— বিহারে ভোটের কৌশল, প্রার্থীপদ বন্টন ও জোট রাজনীতি।
অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বও দিনেই আলাদা বৈঠকে বসবে মহাগঠবন্ধনের রণকৌশল চূড়ান্ত করতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভোটই আগামী লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় রাজনীতির মাপকাঠি হয়ে উঠতে পারে।
বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নেতৃত্বে এনডিএ একদিকে, আর তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন অন্যদিকে— দুই শিবিরই এখন সমীকরণ মেলাতে ব্যস্ত।
উত্তরবঙ্গে উত্তেজনা: আক্রান্ত সাংসদ- বিধায়ক, যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ও শুভেন্দু অধিকারী
রাজনৈতিক উত্তেজনায় মঙ্গলবার কেঁপে উঠল উত্তরবঙ্গের মালবাজার। নাগরাকাটার বামনডাঙা এলাকায় পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। স্থানীয় বিজেপির অভিযোগ, তাঁদের গাড়িতে হামলা চালানো হয়, শঙ্করের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় এবং খগেন মুর্মু রক্তাক্ত হন।
ঘটনার জেরে রাজ্যজুড়ে রাজনৈতিক তোলপাড়। দলীয় নেতৃত্ব আক্রান্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবারই উত্তরবঙ্গে রওনা হচ্ছেন। তাঁরা আক্রান্ত নেতাদের সঙ্গে দেখা করবেন এবং পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে।
শুভেন্দু জানিয়েছেন, “রাজ্যে গণতন্ত্র নেই, বিরোধীদের ওপর হামলা এখন নিয়মে পরিণত হয়েছে।”
বন্যার চাপে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মঙ্গলবার যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার
এদিকে, টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যার কবলে। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও ফসল— মানুষের দুর্ভোগে আকাশছোঁয়া হতাশা।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গত এলাকা পরিদর্শন করেন ও প্রশাসনের হাতে ত্রাণ বিতরণের নির্দেশ দেন।
এর পরেই রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস-ও উত্তরবঙ্গের বিভিন্ন বন্যাপীড়িত অঞ্চল ঘুরে দেখেন।
মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল উত্তরবঙ্গে যাচ্ছেন। তাঁরা বন্যাপীড়িত মানুষদের সঙ্গে দেখা করবেন ও ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করবেন। কংগ্রেসের বক্তব্য, “দুর্যোগে মানুষ পাশে পাচ্ছেন না রাজ্য প্রশাসনকে, তাই দল সরাসরি এলাকায় যাবে।”
খেলায় নজর: বিশ্বকাপে মুখোমুখি বাংলাদেশ ও ইংল্যান্ড
খেলার ময়দানেও মঙ্গলবারের উত্তেজনা তুঙ্গে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের অষ্টম ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে।
বাংলাদেশ দল এই ম্যাচে জয়ের লক্ষ্যেই নামছে, কারণ আগের ম্যাচে তারা অল্প ব্যবধানে হেরে গিয়েছিল। অধিনায়িকা নিগার সুলতানা জানিয়েছেন, “ইংল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ হলেও আমরা আত্মবিশ্বাসী, নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।”
রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক বিপর্যয় ও আন্তর্জাতিক ক্রীড়া— সব মিলিয়ে মঙ্গলবারের দিনটি থাকবে ঘটনাবহুল।
বিহারের নির্বাচনী তৎপরতা যেমন দিল্লিতে রাজনীতির গতি বাড়াচ্ছে, তেমনি উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আর রাজনৈতিক হামলা নিয়ে রাজ্যের পরিস্থিতিও অশান্ত।
আর সব কিছুর মধ্যে খেলাপ্রেমীদের নজর এখন গুয়াহাটির মাঠে, যেখানে ব্যাট-বলের লড়াইয়ে মুখোমুখি দুই শক্তিশালী দল— বাংলাদেশ ও ইংল্যান্ড।




