spot_img
23 C
Kolkata
Friday, November 14, 2025
spot_img

‘ কান্তারা চ্যাপ্টার ১ ‘ ঝড়ে কাঁপছে বক্স অফিস !

কলকাতা টাইমস নিউজ  :বিনোদন ডেস্ক :কলকাতা ,১২ অক্টোবর  :

‘কান্তারা চ্যাপ্টার ১’-এর ঝড়ে কাঁপছে বক্স অফিস, প্রথম সপ্তাহেই হার মানাল ‘জওয়ান’ ও ‘জেলর’— রিষভ শেট্টির কন্নড় ছবির নজিরবিহীন সাফল্য

ভারতীয় সিনেমার বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল কন্নড় সুপারস্টার রিষভ শেট্টির ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’। মুক্তির পর থেকেই ঝড়ের গতিতে এগোচ্ছে এই পৌরাণিক অ্যাকশন ড্রামা। মাত্র নয় দিনেই ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে এখন ছবিটি বক্স অফিসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

তবে এখানেই শেষ নয়— Sacnilk-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম BookMyShow-এ ‘কান্তারা চ্যাপ্টার ১’ প্রথম সপ্তাহে বিক্রির নিরিখে হারিয়ে দিয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’ ও রজনীকান্তের ‘জেলর’-কে।

BookMyShow-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম আট দিনে ‘কান্তারা চ্যাপ্টার ১’ বিক্রি করেছে প্রায় ৮.২০ মিলিয়ন টিকিট। তুলনায়, শাহরুখ খানের ‘জওয়ান’ বিক্রি করেছিল ৭.৬৫ মিলিয়ন, আর রজনীকান্তের ‘জেলর’ বিক্রি করেছিল ৬.৬০ মিলিয়ন টিকিট।

এই পরিসংখ্যান অনুযায়ী, রিষভ শেট্টির ছবি এখন BookMyShow-এর সর্বকালের তৃতীয় সর্বাধিক বিক্রিত প্রথম সপ্তাহের ছবি। শুধুমাত্র আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ (১২.৫৩ মিলিয়ন টিকিট) এবং প্রভাসের ‘কাল্কি ২৮৯৮ এ.ডি.’ (৮.৪৭ মিলিয়ন টিকিট) ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর থেকে এগিয়ে আছে।

মুক্তির দিনেই দেশে ছবিটি আয় করেছে ₹৬১.৮৫ কোটি, আর প্রথম সপ্তাহের শেষে দেশীয় বাজারে পৌঁছে গেছে ₹৩৩৭.৪ কোটি-তে। মাত্র নয় দিনেই বিশ্বব্যাপী আয় ৫০০ কোটিরও বেশি।

তাও আবার এই সাফল্য এসেছে করণ জোহর প্রযোজিত ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ (যেখানে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কপূর, রোহিত সরাফ ও সান্যা মলহোত্রা)–এর সঙ্গে মুক্তি পাওয়া সত্ত্বেও। তীব্র প্রতিযোগিতার মধ্যেও রিষভ শেট্টির ‘কান্তারা চ্যাপ্টার ১’ বক্স অফিসে একতরফা দাপট দেখাচ্ছে।

২০২২ সালের ব্লকবাস্টার ‘কান্তারা’-র প্রিক্যুয়েল এই ‘কান্তারা চ্যাপ্টার ১’। বিজয় কিরাগানদুরের প্রযোজনায় ও হম্বলে ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় ঔপনিবেশিক-পূর্ব কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে।

ছবির কাহিনি ঘুরে বেড়ায় ‘বূতা কোলা’ নামের প্রাচীন ধর্মীয় আচার এবং দক্ষিণ ভারতের লোকঐতিহ্যের আধ্যাত্মিক উৎসের মধ্যে। লোকবিশ্বাস, শক্তি, ধর্ম এবং মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্কের গভীর ব্যাখ্যা— সবকিছু মিলিয়েই এই সিনেমা হয়ে উঠেছে এক মহাকাব্যিক অভিজ্ঞতা।

ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন রিষভ শেট্টি, রুকমিণী বসন্ত ও গুলশন দেবাইয়া। এছাড়াও জয়ারাম, প্রমোদ শেট্টি ও নবীন ডি. পদলী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। দর্শক এবং সমালোচক উভয়েই প্রশংসা করেছেন ছবির ভিজ্যুয়াল স্কেল, বাস্তবঘেঁষা গল্প বলা, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও লোকসংস্কৃতির অসাধারণ উপস্থাপনা।

দ্বিতীয় সপ্তাহেও ছবিটি থামার কোনো লক্ষণ নেই। ভারতের বিভিন্ন রাজ্যে ‘কান্তারা চ্যাপ্টার ১’ এখনো হাউসফুল চলছে। সিনেমা বিশেষজ্ঞদের মতে, যদি এই গতি বজায় থাকে, তাহলে ছবিটি এ বছরের দ্বিতীয় সর্বাধিক আয়কারী ভারতীয় ছবি হতে পারে।

‘কান্তারা চ্যাপ্টার ১’-এর এই সাফল্য প্রমাণ করল— ভারতীয় দর্শক এখনো গভীর সাংস্কৃতিক মাটিতে গাঁথা গল্প দেখতে ভালোবাসেন। রিষভ শেট্টির এই সৃষ্টি শুধু বাণিজ্যিকভাবে নয়, শিল্পমানেও ভারতীয় সিনেমার গর্ব বাড়িয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks