কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :পুরী: ,১৩ অক্টোবর :
জগন্নাথ মন্দিরের নিরাপত্তায় কড়া পদক্ষেপ ‘রেড জ়োন’ ঘোষণা করল অসামরিক বিমান পরিবহণ দপ্তর !
পবিত্র জগন্নাথ ধামের আকাশে আর উড়বে না কোনও ড্রোন। পুরীর জগন্নাথ মন্দির ও তার আশেপাশের অঞ্চলকে ‘রেড জ়োন’ হিসেবে ঘোষণা করল অসামরিক বিমান পরিবহণ দপ্তর (DGCA)।তিন বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুমতি ছাড়া এই এলাকায় কোনও ড্রোন, হেলিকপ্টার, কিংবা সাধারণ বিমানও ওড়ানো যাবে না।
গত কয়েক মাসে বারবার দেখা গিয়েছে জগন্নাথ মন্দির চত্বরে উড়ছে ড্রোন। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেউ কেউ আকাশে ড্রোন ওড়াচ্ছে, এমন অভিযোগ উঠেছে একাধিকবার।
এমনকি মন্দিরের মূল গর্ভগৃহের উপর দিয়েও ড্রোন উড়তে দেখা গিয়েছে।
এই ঘটনাগুলি প্রশাসনের উদ্বেগ বাড়ায়। মন্দিরের নিরাপত্তা ও ধর্মীয় ভাবগম্ভীরতার প্রশ্নে এবার সরাসরি হস্তক্ষেপ করল কেন্দ্র।
ওড়িশা সরকার এবং শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৬ সেপ্টেম্বরই DGCA-র তরফে আনুষ্ঠানিকভাবে ‘রেড জ়োন’ ঘোষণার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, এই নিষেধাজ্ঞা আগামী তিন বছর বলবৎ থাকবে।
ড্রোনের পাশাপাশি কোনও ধরণের সাধারণ বিমান বা উড়োজাহাজও এই অঞ্চলের উপর দিয়ে ওড়ানো যাবে না।
DGCA-র নির্দেশিকা অনুযায়ী,
“রেড জ়োন এলাকা চিহ্নিত স্থানের আকাশসীমা সম্পূর্ণভাবে সীমাবদ্ধ। কেন্দ্রীয় সরকারের অনুমতি ব্যতীত কোনও বেসরকারি ব্যক্তি বা সংস্থা ড্রোন উড়াতে পারবে না।”
পুরী পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরেই অন্তত পাঁচবার জগন্নাথ মন্দিরের উপর দিয়ে ড্রোন উড়তে দেখা গিয়েছে।
বেশ কয়েকটি ক্ষেত্রে পুলিশ ড্রোন বাজেয়াপ্তও করেছে।
সবশেষ ঘটনা শুক্রবারের— যখন মন্দিরের উপরে ঘুরতে থাকা একটি ড্রোন আটক করা হয়। কে বা কারা ড্রোনটি ওড়াচ্ছিল, তা নিয়ে তদন্ত চলছে।
শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন,
“এটি অত্যন্ত স্বাগত পদক্ষেপ। মন্দিরের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। DGCA-র এই সিদ্ধান্ত মন্দির ও ভক্তদের নিরাপত্তা সুনিশ্চিত করবে।”
জগন্নাথ মন্দির শুধু পুরীর নয়, সারা ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান। প্রতিদিন হাজার হাজার ভক্ত ভিড় জমান এখানে।
বিশেষত রথযাত্রার সময় ভিড় পৌঁছে যায় লক্ষাধিকের ঘরে।
এই প্রেক্ষাপটে ড্রোন উড়ে যাওয়া বা আকাশপথে অননুমোদিত গতিবিধি নিরাপত্তার বড় হুমকি হয়ে উঠতে পারে — এমন আশঙ্কাই প্রকাশ করেছে প্রশাসন।
সারসংক্ষেপে
-
২৬ সেপ্টেম্বর DGCA জারি করেছে ‘রেড জ়োন’ ঘোষণা।
-
আগামী তিন বছরের জন্য পুরীর জগন্নাথ মন্দির এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ।
-
অনুমতি ছাড়া উড়োজাহাজ বা ড্রোন ওড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে প্রশাসন।
-
মন্দির কর্তৃপক্ষ ও রাজ্য সরকার DGCA-র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।




