spot_img
23 C
Kolkata
Friday, November 14, 2025
spot_img

সারাদিনের খবর এক নজরে !

কলকাতা টাইমস নিউজ  :ডেস্ক  :কলকাতা : ,১৩ অক্টোবর  :

সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলার শুনানি, দুর্গাপুর গণধর্ষণ তদন্তে নতুন দিক, নজরে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ও আজকের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর

রাজীব কুমার মামলায় ছ’ বছর পর নড়েচড়ে বসছে সুপ্রিম কোর্ট

প্রায় ছ’ বছর পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া সিবিআই মামলা। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি হবে।
২০১৯ সালে কলকাতা হাইকোর্ট রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সুপ্রিম কোর্টে যায়। দীর্ঘদিন পরে এদিন ফের মামলাটি শুনানির তালিকায় এক নম্বরে রাখা হয়েছে।
এই মামলাটি পুনরায় খোলা হলে রাজ্য প্রশাসন ও কেন্দ্রের মধ্যে টানাপোড়েন ফের নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

দুর্গাপুর গণধর্ষণ: তদন্তের দিকেই এখন রাজ্যের নজর

দুর্গাপুরে এক মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে রাজ্যজুড়ে মানুষ। শুক্রবার রাতে এক তরুণীকে জোর করে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
এখনও পর্যন্ত তিন জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের নজরে রয়েছে ওই তরুণীর এক সহপাঠীর ভূমিকাও।
ঘটনার পর থেকে দুর্গাপুরের রাস্তায় নেমেছে বিজেপি, কংগ্রেস— দুই দলই। রবিবার ধিক্কার মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয় বিভিন্ন জায়গায়।
রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত দ্রুততার সঙ্গে এগোচ্ছে এবং ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফর: নাগরাকাটা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গের বন্যা ও ভূমিধস-পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার থেকেই ফের উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আলিপুরদুয়ারের হাসিমারায় রবিবার তিনি এক প্রশাসনিক বৈঠক করেন। আজ, সোমবার তাঁর নাগরাকাটা যাওয়ার কথা।
রাজ্যের প্রশাসনিক সূত্রের খবর, বন্যা-পীড়িত পরিবারগুলির পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর মেরামতির বিষয় নিয়েই আলোচনা হবে আজকের বৈঠকে।
শুক্রবার পর্যন্ত মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গেই থাকবেন বলে জানা গিয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে: বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ

আজ বিকেল ৪টা নাগাদ ডায়মন্ড হারবার লোকসভার আমতলায় সাংসদ কার্যালয়ে বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক আলোচনাই মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে।
রাজনৈতিক মহলে জল্পনা— লোকসভা নির্বাচনের আগে এই বিজয়া সম্মিলনী হতে পারে সংগঠন পুনর্গঠনের মঞ্চও।

মহিলা ওডিআই বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ আজ বিকেলে মুখোমুখি

বিশাখাপত্তনমে আজ বিশ্বকাপের ১৪তম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ নারী দল।
দু’দলই এখনও টপ ফোরে জায়গা করে নিতে পারেনি। বাংলাদেশের জন্য আজকের ম্যাচ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় অপরিহার্য।
দুপুর ৩টে থেকে শুরু হবে ম্যাচটি। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন— আজ কি মেগান শুটের গতিকে সামলাতে পারবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ?

এক নজরে আজকের মূল খবরের হাইলাইটসঃ

  • ⚖️ রাজীব কুমার মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে

  • 🚨 দুর্গাপুর গণধর্ষণ তদন্তে নতুন সূত্র

  • 🧭 মুখ্যমন্ত্রী মমতার নাগরাকাটা সফর

  • 🤝 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনী

  • 🏏 ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা


আজকের দিনটি রাজ্য রাজনীতি থেকে শুরু করে বিচারব্যবস্থা ও ক্রীড়া— সব ক্ষেত্রেই ব্যস্ত ও তাৎপর্যপূর্ণ। রাজীব কুমার মামলার শুনানির রায় যেমন প্রশাসনের জন্য বড় বার্তা হতে পারে, তেমনই দুর্গাপুর ঘটনার তদন্তে রাজ্যের ভাবমূর্তি জড়িয়ে রয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks