spot_img
22 C
Kolkata
Saturday, November 15, 2025
spot_img

বিশ্বমঞ্চে ভারতের গৌরব— শেরি সিং হলেন ‘মিসেস ইউনিভার্স ২০২৫’

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা : ১৪ অক্টোবর  :

৪৮ বছর পর ইতিহাস: ‘মিসেস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট ভারতে, জয়ী শেরি সিং !


প্রায় অর্ধ শতাব্দী পর ফের ভারতে ফিরল বিশ্বসৌন্দর্যের এক গর্বের মুকুট। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা Mrs Universe 2025-এ ইতিহাস গড়লেন ভারতের শেরি সিং (Sherry Singh)। বিশ্বের ১২০-রও বেশি দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে তিনি জিতে নিলেন ‘মিসেস ইউনিভার্স ২০২৫’-এর খেতাব।

এটাই প্রথমবার নয়, ৪৮ বছর পর কোনো ভারতীয় নারী পেলেন এই সম্মান। এর ফলে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় নারীর সাফল্যের ইতিহাসে যুক্ত হল নতুন অধ্যায়।

শনিবার রাতে ফিলিপাইনের ওকাডা ম্যানিলায় আয়োজিত এই প্রতিযোগিতার ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় প্রতিনিধি দল। UMB Pageants-এর পক্ষ থেকে জানানো হয়,

“ইতিহাস তৈরি হয়েছে। ৪৮ বছর পর ‘মিসেস ইউনিভার্স’-এর মুকুট ফের ভারতে ফিরল। ভারতেরই কন্যা শেরি সিং তাঁর মেধা, সৌন্দর্য ও অধ্যবসায় দিয়ে গোটা দেশকে গর্বিত করেছেন। এই জয় প্রতিটি ভারতীয়র।”

খেলাধুলা থেকে সমাজসেবা — দুই ক্ষেত্রেই উজ্জ্বল ছাপ রেখেছেন শেরি সিং।
তিনি এক সন্তানের মা এবং জাতীয় স্তরের প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড়। নিয়মিত ব্যায়াম ও ফিটনেসের জন্য তিনি পরিচিত। শেরির রয়েছে ফ্যাশনে মাস্টার্স ডিগ্রি, এবং দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন মেয়েদের শিক্ষা ও মানসিক সুস্থতা বিষয়ক নানা সংস্থার সঙ্গে।

মানবিকতা, দৃঢ়তা এবং আত্মবিশ্বাস—এই তিন গুণেই তিনি অন্যদের থেকে নিজেকে আলাদা করে তুলেছেন বলে মনে করছে আন্তর্জাতিক সৌন্দর্য মঞ্চ।

ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর বিজয়ের সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও। কনফেটি ঝরছে, দর্শক গর্জন করছে, আর নিজের নাম ঘোষণার পর অশ্রুসজল চোখে মঞ্চে দাঁড়িয়ে আছেন শেরি সিং— সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়েছেন বহু মানুষ।

মুকুট জয়ের পর সংবাদমাধ্যমকে শেরি বলেন,

“এ যেন স্বপ্ন। আমি চাই না এই স্বপ্ন থেকে জেগে উঠতে। আরও গর্বের বিষয়, এই জয় এসেছে ফিলিপাইনে— সেই দেশেই ১৯৯৪ সালে সুষ্মিতা সেন ‘মিস ইউনিভার্স’ মুকুট জিতেছিলেন।”

স্মরণ করা যায়, ১৯৯৪ সালে সুষ্মিতা সেন ভারতের প্রথম Miss Universe হয়েছিলেন, যা ভারতীয় নারীদের জন্য এক যুগান্তকারী মুহূর্ত ছিল। সেই মঞ্চেই আজ, প্রায় তিন দশক পর, আরেক ভারতীয় নারী ফের ভারতের নাম উজ্জ্বল করলেন— অন্য একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায়।

শেরি সিংয়ের এই জয় শুধু ব্যক্তিগত নয়, বরং এটি ভারতীয় নারীর সাফল্য, আত্মবিশ্বাস ও শক্তির প্রতীক। ফ্যাশন ও গ্ল্যামারের বাইরেও তিনি দেখিয়েছেন— কিভাবে এক কর্মঠ মা, খেলোয়াড় ও সমাজকর্মী একসঙ্গে বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করতে পারেন।

দেশজুড়ে শেরির জয়কে উদযাপন করা হচ্ছে। অনেকে বলছেন, এটি ভারতের নারীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আরও অনেককে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহ দেবে।

৪৮ বছরের প্রতীক্ষা শেষে ভারতের মুকুট ফিরে এল— আর সেই মুকুটধারী শেরি সিং শুধু সৌন্দর্যের নয়, সাহস ও সাফল্যের প্রতীক হিসেবেও আজ কোটি ভারতীয় নারীর প্রেরণা হয়ে উঠেছেন।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks