কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা : ১৪ অক্টোবর :
দুর্গাপুজোর পরেই শহর প্রস্তুতি নিচ্ছে কালীপুজো ও দীপাবলির জন্য। আলোর উৎসব এখন অনেক সময়েই পরিণত হয় শব্দের দাপটে — নিষিদ্ধ বাজির আতঙ্কে আকাশ যেমন কেঁপে ওঠে, তেমনই ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ।
জানা গিয়েছে, আগামী ১৫ অক্টোবর কালীপুজোর উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসবেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বৈঠকটি হবে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে। এতে উপস্থিত থাকবেন কলকাতা পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিইএসসি, দমকল এবং শহরের প্রতিটি পুজো কমিটির দু’জন প্রতিনিধি।
পুলিশ সূত্রে খবর, বৈঠকে আলোচনা হবে তিনটি মূল বিষয়ে —
১️ নিষিদ্ধ শব্দবাজি ও বাজি ব্যবসা নিয়ন্ত্রণ,
২️ মাইক বাজানোর নির্দিষ্ট সময়সীমা রক্ষা,
৩️ প্রতিমা বিসর্জন সংক্রান্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা।
উৎসবের দিনগুলিতে শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ড্রোন নজরদারি এবং মোবাইল ভ্যান পেট্রোলিং চালানোর সিদ্ধান্ত হয়েছে। পুলিশের এক কর্তা বলেন, “শব্দদূষণ রোধে আমরা এবার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছি। কোনওভাবেই আইন লঙ্ঘন বরদাস্ত করা হবে না।”
তবে পরিবেশকর্মীদের অভিযোগ, পুলিশের এই উদ্যোগ দেরিতে এসেছে। তাঁদের দাবি, “শহরে নিষিদ্ধ বাজি ঢোকা শুরু হয়েছে অনেক আগেই, পুলিশ আগেই বৈঠক করলে নিয়ন্ত্রণ করা সহজ হতো।”
যদিও পুলিশকর্তাদের বক্তব্য, সীমান্তবর্তী রাস্তাগুলিতে কড়া নজরদারি ইতিমধ্যেই শুরু হয়েছে।




