কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা : ১৪ অক্টোবর :
সুপ্রিম কোর্টে OBC সংরক্ষণ মামলা, দুর্গাপুর গণধর্ষণ তদন্ত, কালীপুজোয় বাজি বাজার — আজ নজর কোথায়
রাজ্যজুড়ে ও দেশে আজ নানা গুরুত্বপূর্ণ ঘটনায় নজর। একদিকে সুপ্রিম কোর্টে চলছে পশ্চিমবঙ্গের বহুচর্চিত OBC সংরক্ষণ মামলা, অন্যদিকে দুর্গাপুরের নৃশংস গণধর্ষণ কাণ্ডে এগোচ্ছে তদন্ত। পাশাপাশি কালীপুজোকে সামনে রেখে কলকাতায় শুরু হচ্ছে বাজি বাজার, আর খেলাপ্রেমীদের চোখ আজ ইস্টবেঙ্গল–নামধারী ম্যাচে। এক নজরে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ খবরে কোথায় কোথায় ফোকাস পড়ছে।
সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের OBC সংরক্ষণ মামলার শুনানি
দেশজুড়ে এখন আইনজীবী থেকে সাধারণ মানুষ—সবার চোখ সুপ্রিম কোর্টের দিকে। পশ্চিমবঙ্গ সরকারের OBC সংরক্ষণ সংক্রান্ত মামলা আজ নতুন মোড় নিতে চলেছে। আদালতে এদিন এই মামলার শুনানি নির্ধারিত।
গত কয়েক মাস ধরে এই মামলা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। রাজ্যে সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে OBC শ্রেণিভুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই প্রেক্ষিতে আজকের শুনানিতে কী পর্যবেক্ষণ বা নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত, তা জানতেই রাজ্যবাসীর চোখ এখন দিল্লির দিকে।
বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর
প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বন্যা ও ধসের ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ ও পুনর্বাসনের কাজ চলছে জোর কদমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখন উত্তরবঙ্গ সফরে রয়েছেন।
সোমবার তিনি নাগরাকাটা ও জলপাইগুড়ি পরিদর্শন করেন, রাত কাটান কার্শিয়াংয়ে। মঙ্গলবার তাঁর মিরিক যাওয়ার কথা, যেখানে তিনি পরিস্থিতি খতিয়ে দেখবেন ও প্রশাসনিক বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে থাকার কথা।
দুর্গাপুর গণধর্ষণ মামলা — তদন্তের অগ্রগতির দিকে নজর
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে এখনও উত্তাল এলাকা। ১০ অক্টোবর রাতে ওই ছাত্রীকে জোর করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুর্গাপুরে আসে ওড়িশা মহিলা কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল, তাঁরা ভুক্তভোগীর সঙ্গে দেখা করেন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে স্থানীয় প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চান।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মোবাইল ও গাড়ির তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কোন পথে এগোয়, আজ সেদিকেই নজর থাকবে।
কালীপুজোয় বাজি বাজার শুরু — মিলবে পরিবেশবান্ধব ‘সবুজ বাজি’
কালীপুজো আসন্ন। প্রতি বছরের মতো এবারও শহরে শুরু হয়েছে বাজি বাজার। সোমবার থেকেই শহিদ মিনার চত্বর, উত্তর কলকাতার টালা ময়দান, দক্ষিণের বেহালা এবং ইএম বাইপাস লাগোয়া কালিকাপুর মাঠে বসেছে এই বাজার।
২০ অক্টোবর পর্যন্ত চলবে এই বাজার। বিশেষত্ব হল—এবারের বাজারে মিলবে শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি, যা দূষণ কমাবে বলে দাবি প্রস্তুতকারকদের। ক্রেতাদের ভিড়ও চোখে পড়ছে।
IFA শিল্ড ফাইনালের পথে আজ গুরুত্বপূর্ণ ম্যাচ — ইস্টবেঙ্গল বনাম নামধারী এফসি
ক্রীড়াপ্রেমীদের চোখ আজ দুপুর আড়াইটের দিকে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও নামধারী এফসি।
এই ম্যাচ জিতলেই IFA শিল্ড ফাইনালে জায়গা নিশ্চিত হবে ইস্টবেঙ্গলের। দলের কোচ ও খেলোয়াড়রা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, সমর্থকদেরও উচ্ছ্বাস তুঙ্গে।
দিল্লি টেস্টের শেষ দিনে জয়ের মুখে ভারত
অন্যদিকে ক্রীড়াজগতে আজ নজর থাকবে দিল্লি টেস্টের পঞ্চম দিনের খেলায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে ভারতের দরকার মাত্র ৫৮ রান। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ৬৩/১।
সকাল ৯টা থেকে শুরু হবে খেলা—শেষ দিন কোন দিকে গড়ায়, সেটাই এখন কোটি ক্রিকেটপ্রেমীর প্রশ্ন।
এক নজরে সারাদিনের মূল খবরে ফোকাস:
-
সুপ্রিম কোর্টে OBC সংরক্ষণ মামলার শুনানি
-
মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর ও মিরিক পরিদর্শন
-
দুর্গাপুর গণধর্ষণ মামলার তদন্তের অগ্রগতি
-
কলকাতায় কালীপুজোর বাজি বাজারের সূচনা
-
ইস্টবেঙ্গল–নামধারী এফসি ম্যাচে ফাইনাল লড়াইয়ের দোরগোড়ায় লাল–হলুদ
-
দিল্লি টেস্টে ভারতের সম্ভাব্য জয়




