spot_img
22 C
Kolkata
Friday, November 14, 2025
spot_img

সারাদিনের খবর এক নজরে !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা  : ১৫অক্টোবর 

আজকের সারাদিনের খবর এক নজরে: উপাচার্য নিয়োগ মামলা থেকে দার্জিলিং প্রশাসনিক সভা — নজর দেশের নানা প্রান্তে


দেশজুড়ে আজ নজর একাধিক গুরুত্বপূর্ণ ঘটনায়। সুপ্রিম কোর্টে রাজ্যের উপাচার্য নিয়োগ মামলার শুনানি থেকে শুরু করে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক— রাজনীতি থেকে সমাজ, ক্রীড়া থেকে আদালত— সব দিকেই খবরের ভিড়। নিচে এক ঝলকে দেখে নিন সারাদিনের প্রধান আপডেট।

সুপ্রিম কোর্টে উপাচার্য নিয়োগ মামলার শুনানি

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ ‘ইন চেম্বার’ শুনানি আজ দুপুর ২টোয় অনুষ্ঠিত হওয়ার কথা। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই মামলার শুনানি করবেন।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে উপাচার্য নিয়োগ নিয়ে টানাপোড়েন চলছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ও রাজ্য সরকারের মধ্যে মতভেদও প্রকাশ্যে এসেছে।
রাজনৈতিক মহলের মতে, এই শুনানি থেকে ভবিষ্যতে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার কাঠামো ও নিয়োগনীতির ওপর প্রভাব পড়তে পারে। তাই শিক্ষাঙ্গনের পাশাপাশি রাজনৈতিক মহলও নজর রাখছে আজকের সুপ্রিম কোর্টের ঘটনার দিকে।

‘মেরা বুথ সবসে মজবুত’: বিহারের কর্মীদের সঙ্গে মোদীর ভার্চুয়াল সংযোগ

বিহার বিধানসভা নির্বাচনের আগে আজ বিজেপির কর্মীদের মনোবল বাড়াতে সরাসরি যুক্ত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দলের ‘মেরা বুথ, সবসে মজবুত’ কর্মসূচির আওতায় বুথস্তরের কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন তিনি।
মোদীর বক্তব্য, “প্রতিটি বুথই আমাদের শক্তির কেন্দ্র। প্রত্যেক কর্মীই দেশের উন্নয়নের সৈনিক।”
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বিজেপির সংগঠনিক প্রস্তুতিকে আরও জোরদার করবে এবং বিহার নির্বাচনে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্যম এনে দেবে।

দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অতি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মিরিকে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন, দুর্গতদের হাতে ত্রাণ ও আর্থিক সহায়তা তুলে দেন।
আজ মঙ্গলবার দার্জিলিংয়ে তিনি প্রশাসনিক বৈঠক করছেন, যেখানে GTA (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) কর্তারা ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত রয়েছেন।
বৈঠকের মূল উদ্দেশ্য— দুর্গত পুনর্বাসন, পাহাড়ের রাস্তা ও যোগাযোগব্যবস্থার দ্রুত সংস্কার, এবং পর্যটন মরসুমের আগে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখা।

দুর্গাপুর গণধর্ষণ মামলা: নতুন গ্রেপ্তার, আদালতের রায় নিয়ে নজর

১০ অক্টোবর রাতে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে উত্তাল হয় গোটা রাজ্য।
এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নির্যাতিতার সহপাঠীকে নতুন করে গ্রেপ্তার করা হয় এবং তাঁকে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতের পরবর্তী নির্দেশ ও তদন্তের অগ্রগতি নিয়েই এখন সবার দৃষ্টি।

শুরু হচ্ছে রঞ্জি ট্রফি: উত্তরাখণ্ডের বিরুদ্ধে লড়াইয়ে বাংলা দল

আজ থেকেই শুরু হচ্ছে ২০২৫–২৬ মরশুমের রঞ্জি ট্রফি। একসঙ্গে ১৯টি ম্যাচ মাঠে গড়াচ্ছে।
ইডেন গার্ডেন্সে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে বাংলা বনাম উত্তরাখণ্ড ম্যাচ।
বাংলা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বে দল আত্মবিশ্বাসী, গত মরশুমের ব্যর্থতা ভুলে নতুনভাবে শুরু করতে চায় তারা।
রাজ্যের ক্রিকেটপ্রেমীরা আজ ইডেনে উপস্থিত থেকে দলকে উৎসাহ দিচ্ছেন।

IFA শিল্ড ফাইনালে চোখ মোহনবাগানের, প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস

আজ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে দুপুর আড়াইটে থেকে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্টস ও ইউনাইটেড স্পোর্টস।
ইরানে এশীয় প্রতিযোগিতায় না যাওয়ায় সমালোচনার মুখে থাকা সবুজ-মেরুনরা আজ IFA শিল্ডে ফাইনাল নিশ্চিত করতে মরিয়া।
ইস্টবেঙ্গল ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে, তাই আজকের ম্যাচে জিতলেই ঐতিহ্যবাহী ডার্বি ফাইনাল দেখা যাবে।
দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে।

উপসংহার: রাজনৈতিক, প্রশাসনিক ও ক্রীড়া মঞ্চে সরগরম মঙ্গলবার

আজকের দিনটি নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ— আদালত, প্রশাসন, রাজনীতি ও খেলাধুলা, সবক্ষেত্রেই ছিল নানান মোড় ঘোরানো ঘটনা।
আগামী ২৪ ঘণ্টায় উপাচার্য নিয়োগ মামলার শুনানি ও উত্তরবঙ্গ প্রশাসনিক বৈঠকের ফলাফল ঘিরেই মূলত নজর থাকবে রাজ্যজুড়ে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks