spot_img
22 C
Kolkata
Friday, November 14, 2025
spot_img

বদলা নেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর, গুলি চলার নিদান সুকান্তর — নাগরাকাটা কাণ্ডে রাজ্য রাজনীতিতে তপ্ত হাওয়া !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা  : ১৬অক্টোবর 


ত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের অগ্নিগর্ভ রাজ্য রাজনীতি। নাগরাকাটার ওই ঘটনায় প্রতিবাদ জানাতে বুধবার কলকাতায় পথে নামে বিজেপি। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দু’জনেই কার্যত হুঁশিয়ারি ছুড়ে দিলেন তৃণমূল সরকারের উদ্দেশে।

মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “এই সরকার আদিবাসী-বিরোধী। খগেন মুর্মু রাজ্যের আদিবাসী মুখ, তাঁকে মারধর করা হয়েছে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। বদলা চাইলে বদল করতেই হবে। ছাব্বিশে বদল হলে, সুদে-আসলে বদলা নেব।”
তিনি আরও বলেন, “যারা খগেনদাকে আক্রমণ করেছে, তারা কেউ রেহাই পাবে না। প্রশাসন যদি পক্ষপাত দেখায়, তবে আদিবাসী সমাজকে পথে নামতে হবে।”

বিরোধী নেতা স্পষ্ট করেন, বিজেপি রাজ্য সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে গণআন্দোলনের পথে হাঁটবে। “এই রাজ্য আর ভয় দেখিয়ে চালানো যাবে না,” বলেন শুভেন্দু।

মিছিল শুরুর আগে সুকান্ত মজুমদার বলেন, “বাংলায় SIR-এর বিরোধিতায় কেউ রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে। কেউ বাড়ি-ঘর পোড়ালে, ভাঙচুর করলে, গুলি চালাবে কেন্দ্রীয় বাহিনী।”

এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক পাল্টা জবাব দেন, “একজন বৈধ ভোটারের নামও আমরা বাদ যেতে দেব না। SIR হলে বাংলার আগুন জ্বলবে।”

তৃণমূলের বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে প্ররোচনা ছড়াচ্ছে। দলের দাবি, “বিজেপি নেতারা এখন হুমকির রাজনীতি করে জনগণকে ভয় দেখাতে চাইছেন।”

কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়ে খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ দুষ্কৃতীদের হামলার শিকার হন। হাসপাতালে ভর্তি খগেন মুর্মু অভিযোগ করেছিলেন, “আমাদের চুপ করিয়ে দিতে চাইছে তৃণমূল।”
ওই ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও বিজেপির দাবি, “প্রশাসন তৃণমূল নেতাদের রক্ষা করছে।”

এই প্রেক্ষিতেই বিজেপি কলকাতায় বৃহৎ প্রতিবাদ মিছিলের ডাক দেয়। শুভেন্দু ও সুকান্তের বক্তব্যে দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা স্পষ্ট। বিজেপি সূত্রের খবর, উত্তরবঙ্গের ঘটনায় রাজ্য জুড়ে জেলা স্তরে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে।

রাজনীতির কারবারিদের মতে, ছাব্বিশের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপি এবার আরও আক্রমণাত্মক ভঙ্গিতে নামছে ময়দানে। SIR বিতর্ক, খগেন মুর্মুদের উপর হামলা এবং আদিবাসী ইস্যুকে সামনে রেখে বিজেপি তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হবে— সেটাই বুধবারের মিছিলের মূল বার্তা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি এই ঘটনাগুলোকে “অন্যায়ের প্রতীক” হিসেবে তুলে ধরে জনমত গঠনের কৌশল নিচ্ছে, অন্যদিকে তৃণমূল এই হুমকিকে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ হিসেবে দেখছে। ফলে, রাজ্যের রাজনৈতিক ময়দান যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা বলাই যায়।

নাগরাকাটার হামলার প্রতিবাদে বিজেপির মিছিল এখন রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। একদিকে বিরোধী দলনেতার “বদলার” বার্তা, অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীর “গুলি চলবে” মন্তব্য— দু’দলের এই বাকযুদ্ধ আসন্ন ভোটের আগে উত্তেজনার আবহ আরও ঘন করছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks