spot_img
23 C
Kolkata
Friday, November 14, 2025
spot_img

বিহার ভোটে বিজেপির দ্বিতীয় প্রার্থিতালিকা প্রকাশ, আলিনগর থেকে প্রার্থী সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা  : ১৬অক্টোবর 

বিহার বিধানসভা নির্বাচনের রাজনীতি ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করেছে। মঙ্গলবার প্রথম দফার প্রার্থিতালিকা প্রকাশের পর বুধবার দ্বিতীয় তালিকাও ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই নতুন তালিকায় ১২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মোট ৮৩টি আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেল বিজেপির তরফে। তবে সব থেকে বেশি চর্চিত নাম, নিঃসন্দেহে জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর।

বিহারের দ্বারভাঙা জেলার আলিনগর বিধানসভা কেন্দ্র থেকে পদ্মফুলের টিকিটে লড়াই করবেন এই তরুণ শিল্পী। মঙ্গলবারই পটনায় রাজ্য বিজেপির সদর দফতরে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন মৈথিলী। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল—তাঁকে কি আলিনগর থেকেই প্রার্থী করা হবে? বুধবার সেই গুঞ্জনে সিলমোহর পড়ল।

আলিনগর আসনের সঙ্গে বিজেপির সম্পর্ক কিন্তু নতুন নয়। ২০২০ সালের বিধানসভা ভোটে এই আসন থেকে জয়ী হয়েছিলেন বিকাশশীল ইনসান পার্টির (ভিআইপি) নেতা মিস্রীলাল যাদব। পরে দলত্যাগ করে ২০২২ সালে বিজেপিতে যোগ দেন তিনি, এবং কার্যত আসনটি বিজেপির নিয়ন্ত্রণে চলে আসে। তবে গত সপ্তাহেই দলত্যাগ করেন মিস্রীলাল। অভিযোগ তোলেন, “বিজেপি দলিতদের অপমান করছে, তাই আত্মমর্যাদা রক্ষার স্বার্থে দল ছাড়ছি।”

এমন পরিস্থিতিতে নতুন মুখ হিসেবে বিজেপি নেতৃত্ব বেছে নিলেন মৈথিলী ঠাকুরকে। সংগীতের জগতে মৈথিলীর জনপ্রিয়তা বিস্তৃত—তিনি ইতিমধ্যেই মৈথিলী, ভোজপুরি, হিন্দি ও মৈথিলি ভাষায় গানে পরিচিত মুখ। রাজনৈতিক মহলের মতে, দ্বারভাঙা ও আশপাশের মৈথিলি ভাষাভাষী ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা বিজেপির পক্ষে বড় সম্পদ হয়ে উঠতে পারে।

গত সপ্তাহেই মৈথিলী দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই-এর সঙ্গে সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা বিনোদ তাওড়ে, যিনি পরে সাক্ষাতের ছবি সমাজমাধ্যমে শেয়ার করেন। সেখান থেকেই জল্পনার সূত্রপাত হয়, যা অবশেষে বুধবার বাস্তব রূপ পেল।

শুধু মৈথিলীই নন, বিজেপির দ্বিতীয় প্রার্থিতালিকায় আরও কয়েকটি আকর্ষণীয় নাম উঠে এসেছে। বক্সার কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার আনন্দ মিশ্র, যিনি সম্প্রতি প্রশান্ত কিশোরের ‘জনসুরাজ পার্টি’ ছেড়ে বিজেপিতে যোগ দেন। আবার মুজফ্‌ফরপুর কেন্দ্র থেকে বিদায়ী বিধায়ক সুরেশ শর্মার পরিবর্তে টিকিট পেয়েছেন রঞ্জন কুমার। রাজনৈতিক মহলে ধারণা, মুজফ্‌ফরপুরে গতবারের অ্যান্টি-ইনকাম্বেন্সি (বিরোধী ভোট) ঠেকাতেই নতুন মুখকে সামনে আনল বিজেপি।

এই নিয়ে বিহারে বিজেপি মোট ৮৩টি আসনে প্রার্থী ঘোষণা করল। মঙ্গলবার প্রথম তালিকায় ৭১টি আসনের নাম প্রকাশিত হয়েছিল। এ বার আরও ১২টি যুক্ত হল দ্বিতীয় তালিকায়। জানা গিয়েছে, বিহার এনডিএ জোটে বিজেপি ১০১টি আসনে লড়ছে, বাকি আসনগুলি জেডিইউ, এলজেপি (রামবিলাস) প্রভৃতি শরিকদের জন্য রাখা হয়েছে।

বিহার নির্বাচনের আগে বিজেপির এই প্রার্থী ঘোষণায় দলীয় কৌশল স্পষ্ট—

  1. তরুণ ও জনপ্রিয় মুখদের সামনে আনা, যাতে ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।

  2. দলিত, মহিলা ও সাংস্কৃতিক প্রভাবশালী সমাজের মানুষদের টিকিট দেওয়া, যাতে ভোটের সামাজিক সমীকরণে ভারসাম্য রক্ষা হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আলিনগরে মৈথিলীর প্রার্থীতা কেবলমাত্র সেলিব্রিটি প্রভাব নয়, এটি বিজেপির একটি “সাংস্কৃতিক রাজনীতির” দিকও প্রকাশ করছে। দ্বারভাঙা মৈথিলি সংস্কৃতির কেন্দ্র—সেখানে স্থানীয় সংস্কৃতির প্রতীক একজন শিল্পীকে প্রার্থী করা ভোট-মনস্তত্ত্বে গভীর প্রভাব ফেলতে পারে।

তবে অন্যদিকে, মিস্রীলাল যাদবের দলত্যাগ বিজেপির জন্য কিছুটা অস্বস্তির কারণও বটে। বিশেষ করে, তিনি যে “দলিত অসন্তোষ”-এর ইঙ্গিত দিয়েছেন, তা প্রতিপক্ষের প্রচারে কাজে লাগতে পারে। তাই মৈথিলীর প্রার্থিতা একদিকে যতটা আশা জাগায়, ততটাই বিজেপিকে দেখাতে হবে যে, তারা সব সমাজগোষ্ঠীর জন্য সমানভাবে গ্রহণযোগ্য।

রাজনৈতিকভাবে, বিহারের এই নির্বাচন এনডিএ ও মহাগঠবন্ধনের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। বিজেপি চাইছে নীতীশ কুমারের নেতৃত্বে ক্ষমতা ধরে রাখতে, আর মহাগঠবন্ধন চাইছে ‘পালাবদল’। ফলে প্রার্থী বাছাইয়ের প্রতিটি সিদ্ধান্তই আগামী নির্বাচনের ছবিকে প্রভাবিত করতে পারে।

দ্বিতীয় প্রার্থিতালিকা প্রকাশের পর বিজেপি এখন প্রায় সমস্ত আসনের প্রস্তুতি শেষ করে ফেলেছে। দলের প্রচার কৌশলও নতুন মোড় নিচ্ছে—সোশ্যাল মিডিয়ায় মুখ তুলে ধরা হচ্ছে নতুন প্রার্থীদের, বিশেষত তরুণ ও সাংস্কৃতিক প্রতিভাবানদের।

মৈথিলী ঠাকুরের মতো জনপ্রিয় মুখের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলের ভাবমূর্তি উন্নত করবে। এখন দেখার বিষয়, সংগীতের সুরে আলিনগরের ভোটের সমীকরণে কতটা পরিবর্তন আনতে পারেন এই নতুন মুখ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks