spot_img
23 C
Kolkata
Friday, November 14, 2025
spot_img

প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার বসতেই ধসে গেল হেলিপ্যাড! চাঞ্চল্য প্রমাদমে !

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা : ২২অক্টোবর 

প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কেরল সফরের দ্বিতীয় দিনেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। বুধবার সকালে প্রমাদমের রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়ামের হেলিপ্যাডে নামার সময় প্রেসিডেন্টের হেলিকপ্টারের চাকাগুলি কংক্রিটের মাটিতে বসে যায়। হঠাৎ এই পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে নেমে আসে আতঙ্ক, তৎপর হয়ে ওঠেন পুলিশ ও দমকল কর্মীরা।

সূত্রের খবর, প্রেসিডেন্টের সফরের জন্য এই হেলিপ্যাডটি তৈরি করা হয়েছিল তড়িঘড়ি করে। মূলত প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার নামার কথা ছিল পাম্পার কাছে নিলাক্কালে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে তা বদলে দেওয়া হয় প্রমাদমে।
স্থানীয় এক পুলিশ আধিকারিক জানান, “হেলিপ্যাডের কংক্রিটের কাজ মঙ্গলবার রাতেই শেষ হয়। সেটি সম্পূর্ণ শক্ত না হওয়ায় প্রেসিডেন্টের হেলিকপ্টারের ওজন সামলাতে পারেনি।”

ফলে নামার সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারের চাকাগুলি কংক্রিটের ভেতরে বসে যায়, মাটিতে তৈরি হয় ছোট ছোট গর্তের মতো অবস্থা।

সৌভাগ্যবশত, প্রেসিডেন্ট মুর্মু তখনই হেলিকপ্টার থেকে নেমে পড়েছিলেন এবং সড়কপথে পাম্পার উদ্দেশে রওনা হন। ঘটনার পরে টেলিভিশনের ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন পুলিশ ও দমকল কর্মী একযোগে হেলিকপ্টারের চাকা ঠেলে সেটিকে গর্ত থেকে তোলার চেষ্টা করছেন।

একজন দমকলকর্মী বলেন, “আমাদের দ্রুত খবর দেওয়া হয়েছিল। হেলিকপ্টারটি সম্পূর্ণ নিরাপদ অবস্থায় তুলতে প্রায় ২০ মিনিট সময় লাগে।”

একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রমাদম স্টেডিয়ামকে হেলিকপ্টার অবতরণের স্থান হিসেবে মনোনীত করা হয়েছিল একেবারে শেষ মুহূর্তে।
তিনি বলেন, “নিলাক্কালের আবহাওয়া খারাপ হওয়ায় বিকল্প হিসেবে প্রমাদমকে বেছে নেওয়া হয়। কিন্তু নতুন কংক্রিট পুরোপুরি শক্ত না হওয়ায় এই ঘটনা ঘটে।”

প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মঙ্গলবার সন্ধ্যায় তিরুবনন্তপুরমে পৌঁছান চার দিনের কেরল সফরে। বুধবার সকালে তিনি পথানামথিটা জেলার উদ্দেশে রওনা হন, যেখানে অবস্থিত বিখ্যাত সবরিমালা পাহাড় মন্দির। ঘটনাটি ঘটে সেখানেই যাওয়ার পথে প্রমাদম হেলিপ্যাডে।

যদিও ঘটনাটি বড় বিপদের রূপ নেয়নি, তবে প্রেসিডেন্টের সফর চলাকালীন এমন ত্রুটিপূর্ণ প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks