কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা : ২২অক্টোবর
CLICK TO WATCH THE VIDEO 👆
রাজ্যের কাবাডি মানচিত্রে দক্ষিণ ২৪ পরগনা লিখে দিল নতুন ইতিহাস।
‘ইন্টার ডিস্ট্রিক্ট সাব জুনিয়র স্টেট নকআউট চ্যাম্পিয়নশিপ ফর বয়েজ ২০২৫’-এর ফাইনালে হুগলিকে পরাজিত করে তারা জয়ের মুকুট ছিনিয়ে নেয়। দু’দিনব্যাপী এই রুদ্ধশ্বাস প্রতিযোগিতার আসর বসেছিল চন্দননগরের বিবিরহাট চড়কতলা ইনডোর স্টেডিয়ামে।
খেলার মাঠে উত্তেজনার পারদ উঠেছিল একেবারে চূড়ায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২টি জেলার তরুণ কাবাডি খেলোয়াড়রা লড়াইয়ে নামেন নিজেদের জেলার সম্মান ধরে রাখার লড়াইয়ে।
১৮ ও ১৯ অক্টোবর, দুই দিন ধরে চন্দননগরের আকাশে কাবাডির উচ্ছ্বাস ছিল স্পষ্ট। বেঙ্গল অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন পরিণত হয় এক রাজ্যব্যাপী খেলাধুলার উৎসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল এবং দেশের প্রাক্তন কাবাডি তারকা ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভোলানাথ গুই। তাঁদের উপস্থিতি তরুণ খেলোয়াড়দের মনোবল আরও বাড়িয়ে দেয়।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। মুহূর্তের মধ্যেই স্টেডিয়ামের পরিবেশ রূপ নেয় উৎসবের রঙে।
পুরো প্রতিযোগিতাটি চারটি গ্রুপে ভাগ করা হয়েছিল—
- গ্রুপ ‘এ’: চন্দননগর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া
- গ্রুপ ‘বি’: হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান
- গ্রুপ ‘সি’: পূর্ব বর্ধমান, নদীয়া, কোচবিহার
- গ্রুপ ‘ডি’: পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর
প্রতিটি ম্যাচেই দেখা গিয়েছে টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিটি পয়েন্ট, প্রতিটি রেইড যেন হয়ে উঠেছিল গৌরবের প্রতীক। মাঠে তরুণ খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, গতিশীলতা ও কৌশল দেখে বিস্মিত দর্শকরা বারবার করতালিতে মুখর করে তুলেছেন স্টেডিয়াম।
বিশেষভাবে প্রশংসা পেয়েছে দক্ষিণ ২৪ পরগনা দলের একাধিক খেলোয়াড়। তাঁদের দৃঢ় মানসিকতা ও চমৎকার টিমওয়ার্কই শেষ পর্যন্ত এনে দেয় রাজ্যসেরা হওয়ার গৌরব।
১৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ—দক্ষিণ ২৪ পরগনা বনাম হুগলি। প্রথমার্ধ থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। কখনও হুগলি এগিয়ে, কখনও বা দক্ষিণ ২৪ পরগনা পাল্টা আক্রমণে পরিস্থিতি বদলে দিচ্ছে মুহূর্তে।
শেষ পর্যন্ত দক্ষতা, রেইডিং ট্যাকটিকস ও ডিফেন্সের নিখুঁত সমন্বয়ে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ ২৪ পরগনা। হুগলি হয় রানার্স-আপ।
এই জয়ের ফলে দক্ষিণ ২৪ পরগনা এবার ডিসেম্বর মাসে হরিয়ানায় অনুষ্ঠিত হতে চলা ন্যাশনাল কাবাডি চ্যাম্পিয়নশিপে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে।
চন্দননগর পুরসভা ও বিবিরহাট হাডুডু ক্লাব যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন ও তত্ত্বাবধান করে। স্থানীয় প্রশাসনের সহযোগিতা এবং খেলোয়াড়দের শৃঙ্খলাপূর্ণ আচরণে প্রতিটি ম্যাচ মসৃণভাবে সম্পন্ন হয়।
একই সঙ্গে একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছে নলতা অরিন্দম ওয়েলফেয়ার সোসাইটির অনাথ আশ্রমের তরুণ খেলোয়াড়রা। সীমিত সুযোগ-সুবিধা নিয়েও তাদের অংশগ্রহণ ও সাহসিকতা উপস্থিত সকলের মন জয় করে নেয়।
রাজ্যের ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, এই প্রতিযোগিতা কেবল খেলাধুলার আয়োজন নয়—এটি জেলার কাবাডি পরিকাঠামোর বিকাশের প্রতিচ্ছবি।
এক সময় গ্রামীণ খেলাধুলা হিসেবে পরিচিত কাবাডি এখন রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে পেশাদার প্রশিক্ষণ ও সংগঠিত প্রতিযোগিতার মাধ্যমে। দক্ষিণ ২৪ পরগনার সাফল্য প্রমাণ করছে, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে জেলার খেলোয়াড়রাও জাতীয় স্তরে রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে।
বেঙ্গল অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন,
“আমাদের লক্ষ্য শুধু চ্যাম্পিয়ন বের করা নয়, প্রতিটি জেলায় কাবাডির ভিত্তি আরও মজবুত করা। রাজ্যের প্রতিটি গ্রামে এই খেলাকে পৌঁছে দিতে পারলে আগামী দিনে আরও প্রতিভা উঠে আসবে।”
এই আয়োজনের পরেই আয়োজক সংস্থা জানায়, মেয়েদের জন্যও সমানভাবে সুযোগ তৈরি হচ্ছে। আগামী ২৫ ও ২৬ অক্টোবর হাওড়ায় অনুষ্ঠিত হবে ‘ইন্টার ডিস্ট্রিক্ট সাব জুনিয়র স্টেট নকআউট চ্যাম্পিয়নশিপ ফর গার্লস ২০২৫’।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের লক্ষ্য সমান সুযোগ—মেয়েদের প্রতিভা বিকাশেও কাবাডি হতে পারে এক শক্তিশালী মাধ্যম।”
চন্দননগরের ইনডোর স্টেডিয়ামের সেই উচ্ছ্বাসভরা সপ্তাহান্ত প্রমাণ করে দিয়েছে—কাবাডি কেবল খেলা নয়, এটি এক সামাজিক শক্তি, যা তরুণ প্রজন্মকে একসূত্রে বাঁধছে।
দক্ষিণ ২৪ পরগনার হাতে উঠেছে জয়ের ট্রফি, কিন্তু এই প্রতিযোগিতা আসলে জয় করেছে পুরো রাজ্যের কাবাডি সংস্কৃতি।




