কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
আগামী রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, কলকাতা পুলিশ ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ হাফ ম্যারাথনের আয়োজন করছে। এই উপলক্ষে, শহরের বিভিন্ন সড়কে যান নিয়ন্ত্রণ এবং পার্কিং নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
যান নিয়ন্ত্রণ:
- রেড রোড: শনিবার, ৮ ফেব্রুয়ারি রাত ১০:০০ টা থেকে রবিবার, ৯ ফেব্রুয়ারি দুপুর ১২:০০ টা পর্যন্ত রেড রোডের উত্তর ও দক্ষিণমুখী রাস্তা বন্ধ থাকবে। বিকল্প হিসেবে ময়ো রোড, ডাফরিন রোড, আউট্রাম রোড, জওহরলাল নেহরু রোড বা স্ট্র্যান্ড রোড ব্যবহার করা যেতে পারে।
- এজেসি বোস রোড ফ্লাইওভার ও মা ফ্লাইওভার: শনিবার রাত ১২:০০ টা থেকে রবিবার সকাল ৮:০০ টা পর্যন্ত এজেসি বোস রোড ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারের পূর্ব ও পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে। বিকল্প হিসেবে পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, পার্ক সার্কাস কানেক্টর, সুরাবর্দী অ্যাভিনিউ, দরগা রোড, ৪ নম্বর রেল ব্রিজ বা পার্ক সার্কাস কানেক্টর ব্যবহার করা যেতে পারে।
- পণ্যবাহী যানবাহন নিষেধাজ্ঞা: রবিবার ভোর ৪:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত রাসবিহারী অ্যাভিনিউ, এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে মল্লিকবাজার পর্যন্ত, খিদিরপুর রোড, এসপ্ল্যানেড এবং জওহরলাল নেহরু রোডে পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।
পার্কিং নিষেধাজ্ঞা:
হাফ ম্যারাথন চলাকালীন ভোর ৪:৩০ মিনিট থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে গাড়ি পার্কিংয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যে রাস্তাগুলিতে গাড়ি পার্ক করা যাবে না, সেগুলো হল: খিদিরপুর রোড, আরআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড। এছাড়াও, ম্যারাথন চলাকালীন আশপাশের একাধিক রাস্তায় সাময়িকভাবে পার্কিং নিষিদ্ধ করা হতে পারে।
নাগরিকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং অনুরোধ করা হচ্ছে যে, উল্লিখিত সময়সীমায় বিকল্প পথ ব্যবহার করে যান চলাচল করুন। কলকাতা পুলিশের এই উদ্যোগে সকলের সহযোগিতা কাম্য।