কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
উত্তরবঙ্গে ফের ট্রেন দুর্ঘটনা! গতবছর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পর এবার কোচবিহারের বামনহাট স্টেশনে ঘটল আরেকটি দুর্ঘটনা। ইঞ্জিন ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা ট্রেনের পেছনে সজোরে ধাক্কা মারল একটি ইঞ্জিন, যার ফলে আহত হয়েছেন দুই শিশু সহ মোট ৬ জন যাত্রী।
সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯:৩০ মিনিট নাগাদ বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা 15468 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস-এর ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে। ইঞ্জিনটি ট্রেনের পেছনের দিকে সজোরে ধাক্কা মারলে প্রথম বগিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর আহতদের মধ্যে দুই শিশু সহ ৬ জনকে তৎক্ষণাৎ উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।