কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
তখন রাত প্রায় সাড়ে আটটা। মহাকুম্ভ যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশনে শয়ে শয়ে পুণ্যার্থীর ভিড়। বারাণসীগামী শিবগঙ্গা এক্সপ্রেস প্লাটফর্মে ঢুকতেই সঙ্গে সঙ্গে ট্রেন ধরতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। আর তাতেই পদ পিষ্ট হয়ে মৃত ৩ শিশুসহ ১৫ জন। আহত ১২ জন। আহতদের চিকিৎসার জন্য লোক নায়ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের খবর, প্ল্যাটফর্ম নাম্বর ১২, ১৩, ১৪, ১৫, ১৬ অতিরিক্ত ভিড়ের কারণে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা। পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন রেল কর্তৃপক্ষ।