কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
বিস্তারিত দেখুন :
শিলিগুড়ি: মাত্র ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করে সাফল্য পেল শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২২ তারিখ শালবাড়ি এলাকার একটি বাড়ি থেকে একটি ল্যাপটপ চুরি যায়। পরবর্তীতে ল্যাপটপ চুরির অভিযোগ দায়ের করা হয় প্রধাননগর থানায়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্তে নামে এবং দ্রুত অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হয়।
প্রধাননগর থানার অ্যান্টি-ক্রাইম উইং তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, চুরির ঘটনায় মূল অভিযুক্ত সুধাংশু গুরুং। পুলিশের তথ্য অনুযায়ী, সে প্রথমে ল্যাপটপটি চুরি করে এবং তা বিক্রি করে অনুজ দর্জিকে। এরপর অনুজ দর্জি সেটি আরও এক ব্যক্তির কাছে বিক্রি করে, যার নাম প্রদীপ দর্জি।
পুলিশ তিনজনকেই গ্রেফতার করেছে এবং উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ল্যাপটপ। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশের এই দ্রুত পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, শহরে চুরি-ডাকাতির মতো অপরাধ দমনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।