কলকাতা টাইমস নিউজ ডেস্ক :
আগামী ১২ থেকে ১৫ এপ্রিল ২০২৫, ঐতিহাসিক দমদম ক্যান্টনমেন্ট রেল ময়দানে শুরু হতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার কাবাডি লিগ ২০২৫। এই প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে ক্রীড়া মহলে। সম্প্রতি, দমদমের খ্রিস্টান পাড়ায় অরিন্দম কাবাডি একাডেমি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার উপ-পৌরপ্রধান বরুণ নট্ট , বেঙ্গল অ্যামেচার কমেডি অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল কুমার বসু, সম্পাদক বিশ্বজিৎ মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
ভারতে ক্রিকেট, ফুটবল, হকি, শুটিং-সহ বিভিন্ন খেলাধুলার প্রচলন থাকলেও কাবাডি এখন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ খেলায় পরিণত হয়েছে। কাবাডির জনপ্রিয়তা বাড়াতে অরিন্দম কাবাডি একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একাডেমির চার প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড়— দিপান্নিতা বোস (১৩), সায়ন সর্দার (১৫), দীপা রুই দাস এবং পৌলমী ঘোষ— সম্প্রতি হরিদ্বার ও বিহারের গয়ায় অনুষ্ঠিত ন্যাশনাল কাবাডি প্রতিযোগিতায় বাংলা দলের প্রতিনিধিত্ব করেছেন। তাঁদের সাফল্য বাংলার কাবাডি জগতে নতুন দিগন্তের সূচনা করেছে।
সংবাদ সম্মেলনে অরিন্দম কাবাডি একাডেমির কর্ণধার চন্দন বোস কাবাডির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মন্তব্য করেন। তিনি জানান, দমদম পৌরসভার উপ-পৌরপ্রধান ও একাডেমির প্রধান উপদেষ্টা বরুণ নট্টের অনুপ্রেরণা ও সহযোগিতায় বাংলার কাবাডি ক্রমশ উন্নতির পথে এগিয়ে চলেছে। তাঁর মতে, এই প্রতিযোগিতা রাজ্যের কাবাডি খেলোয়াড়দের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।
বেঙ্গল প্রিমিয়ার কাবাডি লিগের আয়োজন বাংলার খেলাধুলার ইতিহাসে এক নতুন সংযোজন। প্রতিযোগিতাটি বাংলার উদীয়মান খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। এখন দেখার বিষয়, এই প্রচেষ্টা কতটা সফল হয় এবং বাংলার কাবাডি ভবিষ্যতে কতদূর এগিয়ে যেতে পারে।