spot_img
32 C
Kolkata
Saturday, May 10, 2025
spot_img

ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে মতভেদ, বাংলায় রূপায়ণ হবে না: মুখ্যমন্ত্রী মমতা !

কলকাতা টাইমস নিউজ ডেস্ক :

বুধবার কলকাতায় জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার অনুমোদিত ওয়াকফ (সংশোধনী) আইন কার্যকর করা হবে না।

এই অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও সম্পত্তির নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন,
“আমি জানি, আপনারা ওয়াকফ আইনের কারণে ক্ষুব্ধ। কিন্তু আশ্বস্ত থাকতে পারেন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন সৃষ্টি হয় এবং মানুষকে শাসন করা যায়। আমি সংখ্যালঘুদের ও তাদের সম্পত্তিকে রক্ষা করব,” বলেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন,
“বাংলাদেশের পরিস্থিতি দেখুন। এই ধরনের বিল এখন পাশ হওয়া উচিত ছিল না।”

প্রসঙ্গত, ওয়াকফ (সংশোধনী) বিল সম্প্রতি সংসদের দুই কক্ষেই উত্তপ্ত বিতর্কের পরে পাশ হয়। বৃহস্পতিবার লোকসভায় এবং শুক্রবার ভোরে রাজ্যসভায় এই বিলটি পাশ হয়।

এরপর শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে সম্মতি দেন, যার ফলে এটি এখন আইনে পরিণত হয়েছে।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, পশ্চিমবঙ্গ সরকার এই আইন কার্যকর করবে না। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,300SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks